Vidyasagar Setu News:বড় বদল বিদ্যাসাগর সেতুর যান চলাচলে

Vidyasagar Setu News:বড় বদল বিদ্যাসাগর সেতুর যান চলাচলে

TV9 Bangla Digital

| Edited By: Nandan Paul

Updated on: Dec 07, 2023 | 1:44 PM

Kolkata Traffic News: দ্বিতীয় হুগলি সেতুর বেশ কয়েকটি কেবল ও কিছু বিয়ারিং পরিবর্তন করার প্রয়োজন। এর জন্য প্রভাবিত হবে বিদ্যাসাগর সেতুর যান চলাচল। পুলিশ কর্তৃপক্ষর বিদ্যাসাগর সেতু ব্যবহারকারীদের আর্জি 'হাতে সময় নিয়ে চলুন সেতুতে'। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে বুধবার সকালে দেখা গেল গাড়ির গতিপথের পরিবর্তন।

বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) দুদিকের রাস্তায় মোট ছ খানা গাড়ি চলাচল করতে পারে। কারিগরি নির্মাণের পরিভাষায় একে বলা হয় ফ্ল্যাঙ্ক। দ্বিতীয় হুগলি সেতুর (Second Hoogly Bridge)দুই দিকের যান চলাচলের রাস্তায় দুদিকে তিনটি করে গাড়ি যেতে পারে।

৩১ অক্টোবর এক যৌথ বৈঠকে বসে হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআরবিসি ও কলকাতা পুলিশ। জানা যায় যে দ্বিতীয় হুগলি সেতুর বেশ কয়েকটি কেবল ও কিছু বিয়ারিং পরিবর্তন করার প্রয়োজন। সূত্রের খবর বদলানো হতে পারে ১৬টি কেবল। নভেম্বরে কলকাতা পুলিশ ও এইচআরবিসির বৈঠকের সিদ্ধান্ত হয় এর জন্য প্রভাবিত হবে বিদ্যাসাগর সেতুর যান চলাচল।

পুলিশ কর্তৃপক্ষ বিদ্যাসাগর সেতু ব্যবহারকারীদের আর্জি জানায় ‘হাতে সময় নিয়ে চলুন বিদ্যাসাগর সেতুতে’। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবেই বুধবার সকালে দেখা গেল গাড়ির গতিপথের এই পরিবর্তন। জানা যাচ্ছে মোট আট মাস মতো প্রয়োজন বিদ্যাসাগর সেতুর মেরামতিতে। ১৯৯২ এর ১০ অক্টোবর এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।

Published on: Dec 06, 2023 07:37 PM