Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parineeti-Raghav: বাগদানের পরদিনই বিতর্কে জড়ালেন এই নতুন জুটি...

Parineeti-Raghav: বাগদানের পরদিনই বিতর্কে জড়ালেন এই নতুন জুটি…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 14, 2023 | 10:35 PM

বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে তাঁদের একাধিক ছবি-ভিডিয়ো। ফাঁস হয়েছে চুম্বনের ভিডিয়োও।

ধিক্কার পরিণীতি-রাঘবকে

বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে তাঁদের একাধিক ছবি-ভিডিয়ো। ফাঁস হয়েছে চুম্বনের ভিডিয়োও। আর এর পরেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে রাঘবকে। রাজনৈতিক পরিচয় থাকার কারণেই অনেকেই প্রশ্ন করেছেন, “এই কি ভারতীয় সংস্কৃতি?”

পরিণীতি-রাঘবকে খোঁচা বিবেকের?

নাম না করেই রাঘব ও পরিণীতির বাগদানকে খোঁচা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর? একটি টুইট করেছেন বিবেক। সেই টুইটেই তিনি লেখেন, “মানুষ বিয়ের ছবি তুলতে, ভিডিয়ো তুলতে বিয়ে করছে, সব কিছু শো-অফের জন্য। এক ওয়েডিং প্ল্যানার আমাকে বলেছিলেন। কথাটা সত্যি। একবার এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম। ফটোগ্রাফার আসতে দেরি করায় বউ অজ্ঞান হয়ে গিয়েছিল।

 

১০০ কোটির ক্লাবে

‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পাওয়ার পরই ঝড় তোলে বিভিন্ন মহলে। বাংলা থেকে ছবি নিষিদ্ধ হওয়ার পর তা নিয়ে চর্চাও তুঙ্গে। তবে সব বাধাবিপত্তি পেরিয়ে ১০০ কোটির ক্লাবে ছবি। মাত্র নয় দিনে আয় ১১২ কোটি টাকা।

 

জল্পনায় ‘ডন ৩’

ফারহান আখতরের লক্ষ্যে এবার ‘ডন ৩’। সদ্য এই ছবির চিত্রনাট্য লিখে ফেললেন অভিনেতা। খবর সামনে আসতেই ভক্তমনে খুশির হাওয়া। কবে এই ছবির শুটিং শুরু হয় এখন সেটাই দেখার। মুখ্য ভূমিকায় কি দেখা যাবে শাহরুখ খানকেই? জল্পনা ভক্তমনে।

 

দুবাইয়ের পথে নওয়াজ

সব বচসা কি তবে শেষ? দুবাইয়ে স্ত্রী আলিয়া ও দুই সন্তানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই প্রসঙ্গে তাঁর স্ত্রী জানান, কিছু বিশেষ দরকারেই নওয়াজ আসছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও রয়েছে। এর বাইরে আর কিছুই নয়।

 

‘দুই সন্তানই অভিনেতা হবে’

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে সেই একই ট্রেন্ড। ধর্মেন্দ্রকে দিয়ে শুরু, সেই ট্র্যাডিশন বয়ে নিয়ে চলেছে দুই ছেলে ববি ও সানি দেওল। সানির ছেলে করণ দেওল-ও অভিনেতা। এবার ববি দেওলেরও ঘোষণা তাঁর দুই ছেলে আর আর্যমান ও ধর্মও হবেন অভিনেতা। এই মুহূর্তে তাঁদের দুই সন্তানই বিদেশে পড়াশোনা করছেন।

 

উচ্ছ্বসিত ইমন-সুরজিৎ

কলকাতায় শো করতে এসে ‘রঙ্গবতী’র ছন্দে পা মেলালেন ডান্সমাস্টার প্রভুদেবা। তা জানতে পেরেই উচ্ছ্বসিত গানটির লেখক ও মিউজিক অ্যারেঞ্জার সুরজিৎ চট্টোপাধ্যায় ও গায়িকা ইমন চক্রবর্তী। সুরজিতের কথায়, “আমি এতটাই উত্তেজিত যে কী বলব বুঝতে পারছি না।”

পুরীতে প্রসেনজিৎ
রবিবার সাত সকালে সোশ্যাল মিডিয়ায় হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দিলেন পুরীতে পুজো। সঙ্গে নবদম্পতি মোহর সেন ও দুর্নিবার সাহা । একসঙ্গে ছবি তুলে তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। দেখা মাত্রই মুগ্ধ নেটপাড়া।

 

ভুল করে ফেললেন অপরাজিতা

আজ মাতৃদিবস।সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় মা’কে শুভেচ্ছা জানানোর ছড়াছড়ি। এবার জন্মদাত্রী মা ও শাশুড়ি মা’কে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে ফেললেন অপরাজিতা আঢ্য। মাতৃদিবসের বদলে লিখে ফেললেন নারীদিবস।