The Pacific Ocean: ৩ মাইল হাঁটলেই ১ দিন পার!

The Pacific Ocean: ৩ মাইল হাঁটলেই ১ দিন পার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 03, 2023 | 2:32 PM

উত্তর প্রশান্ত মহাসাগরে খুব ছোট ২টি দ্বীপ আছে। দ্বীপ ২টির নাম লিটল ও বিগ ডায়োমেড। বিগ ডায়োমেডের নাম রুশ ভাষাতে রাতমানভ। লিটল ডায়োমেডের নাম রুশ ভাষাতে ক্রুসেনস্টার। এই দ্বীপগুলির একদিকে সাইবেরিয়া ও অন্যদিকে আলাঙ্কা।

উত্তর প্রশান্ত মহাসাগরে খুব ছোট ২টি দ্বীপ আছে। দ্বীপ ২টির নাম লিটল ও বিগ ডায়োমেড। বিগ ডায়োমেডের নাম রুশ ভাষাতে রাতমানভ। লিটল ডায়োমেডের নাম রুশ ভাষাতে ক্রুসেনস্টার। এই দ্বীপগুলির একদিকে সাইবেরিয়া ও অন্যদিকে আলাঙ্কা। দ্বীপ ২টির দূরত্ব মাত্র ৩ মাইল। বেরিং প্রণালী অবস্থিত এই ২ দ্বীপের মাঝে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে গেলে বদলে যায় ১টি দিন। বৈজ্ঞানিক কারণেই এমনটা হয়। এই দ্বীপ ২টি আন্তর্জাতিক তারিখ রেখার ২ ধারে আছে। তাই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে সময়ের বদল ২৪ ঘণ্টা। রাশিয়ার দখলে আছে বিগ ডায়োমেড। মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে লিটল ডায়োমেড। শীতকালে এক অদ্ভুত ঘটনা ঘটে। অধিক তুষারপাতের কারণে সেতু তৈরি হয় ২টি দ্বীপে। পাসপোর্ট বা ভিসা ছাড়াই এক দ্বীপের বাসিন্দারা অন্য দ্বীপে ঘুরে আসেন। যদিও আইনত এটি অবৈধ, দাবি আমেরিকা ও রাশিয়ার।