বদলে গেল ‘ধুরন্ধর’, আগে যে সিনেমা দেখেছেন, তার সঙ্গে মিল পাবেন না…
Dhurandhar: বছর শেষে এক ধুরন্ধর দেখেছেন। নতুন বছরে দর্শকরা দেখবেন আরেক ধুরন্ধর। ২০২৫ সালের ব্লকবাস্টার ছবি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এ চলল কাঁচি। এই সিনেমার প্রদর্শন নিয়ে বড়সড় নির্দেশিকা জারি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (I&B Ministry)। সিনেমার বেশ কিছু সংলাপ এবং শব্দে পরিবর্তন আনা হয়েছে।
বছর শেষে এক ধুরন্ধর দেখেছেন। নতুন বছরে দর্শকরা দেখবেন আরেক ধুরন্ধর। ২০২৫ সালের ব্লকবাস্টার ছবি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এ চলল কাঁচি। এই সিনেমার প্রদর্শন নিয়ে বড়সড় নির্দেশিকা জারি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (I&B Ministry)। সিনেমার বেশ কিছু সংলাপ এবং শব্দে পরিবর্তন আনা হয়েছে। ১ জানুয়ারি, ২০২৬ থেকেই দেশজুড়ে ছবিটির এই সংশোধিত সংস্করণ প্রদর্শিত হচ্ছে। মাত্র ২৭ দিনেই বিশ্বজুড়ে ১১২৮ কোটি টাকা আয় করে বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর’। সাফল্যের এই মধ্যগগনেই মন্ত্রকের পক্ষ থেকে নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে ছবির কিছু অংশ ‘মিউট’ বা শব্দহীন করতে এবং একটি সংলাপ পরিবর্তন করতে। জানা গিয়েছে, বাদ পড়া শব্দগুলোর মধ্যে অন্যতম হলো ‘বালুচ’ (Baloch)।
