ভোটের আগে এগরায় কী চলছে তৃণমূলে? চিন্তা বাড়ল শাসকদলের
আর মাস চারেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে চাপে পড়ল রাজ্যে শাসকদল। এগরায় একাধিক নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন। এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা গত ৫ জানুয়ারি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে তৃণমূলের শীর্ষ ও জেলাস্তরের নেতাদের কাছে। যার মধ্যে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা। দলের জেলা চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং এগরা শহর তৃণমূলের সভাপতি জয়ন্ত সাউকেও প্রতিলিপি পাঠানো হয়েছে। একসঙ্গে শাসকনেতাদের ইস্তফা ঘিরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেফতারির জেরেই এই পদত্যাগ কি না, সেই প্রশ্ন উঠেছে।
আর মাস চারেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে চাপে পড়ল রাজ্যে শাসকদল। এগরায় একাধিক নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন। এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা গত ৫ জানুয়ারি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে তৃণমূলের শীর্ষ ও জেলাস্তরের নেতাদের কাছে। যার মধ্যে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা। দলের জেলা চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং এগরা শহর তৃণমূলের সভাপতি জয়ন্ত সাউকেও প্রতিলিপি পাঠানো হয়েছে। একসঙ্গে শাসকনেতাদের ইস্তফা ঘিরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেফতারির জেরেই এই পদত্যাগ কি না, সেই প্রশ্ন উঠেছে।
