Shahrukh Khan Trolled: 'এ কী কাণ্ড', শাহরুখের ব্যবহারে হতবাক দুনিয়া

Shahrukh Khan Trolled: ‘এ কী কাণ্ড’, শাহরুখের ব্যবহারে হতবাক দুনিয়া

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 03, 2023 | 8:08 PM

'এ কী করলেন শাহরুখ খান? যেই একটি ছবি হিট, রূপ বেরিয়ে এল?'—এবার প্রশ্নবাণে বিদ্ধ শাহরুখ খান। কিং খানকে দেখে বিমানবন্দরে এক ভক্ত ছবি তুলতে এগিয়ে এলে তাঁকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ খান। ভিডিয়ো ভাইরাল হতেই চরম কটাক্ষের শিকার বলিউড বাদশা

ট্রোল্ড শাহরুখ
‘এ কী করলেন শাহরুখ খান? যেই একটি ছবি হিট, রূপ বেরিয়ে এল?’—এবার প্রশ্নবাণে বিদ্ধ শাহরুখ খান। কিং খানকে দেখে বিমানবন্দরে এক ভক্ত ছবি তুলতে এগিয়ে এলে তাঁকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ খান। ভিডিয়ো ভাইরাল হতেই চরম কটাক্ষের শিকার বলিউড বাদশা।

ফ্লোরে ফিরছেন দুই খান
অবশেষে অপেক্ষার অবসান। আবার শুটিং ফ্লোরে একসঙ্গে ফিরছে ‘টাইগার’ ও ‘পাঠান’। নেপথ্যে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘টাইগার ৩’। যশরাজ ফিল্মস সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ ৮ মে মুম্বইয়ে বহু প্রতীক্ষিত দৃশ্যের শুটিং করবেন দুই খান। ‘পাঠান’ ছবিতে ভাইজানের কাছে ঋণী শাহরুখ প্রতিদান ফিরিয়ে দেবেন ‘টাইগার ৩’-এ।

বিদেশে মাটিতে অপদস্থ আলিয়া
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা-য় অংশ নিয়েছিলেন আলিয়া। কিন্তু সেখানে যে পরিস্থিতির মধ্যে তাঁকে পড়তে হল, তা এক কথায় বেশ অস্বস্তিজনক। রেড কার্পেটে হাজির হওয়া মাত্রই স্থানীয় পাপারাৎজি তাঁর দিকে তাকিয়ে ‘ঐশ্বর্য, ঐশ্বর্য’ বলে চিৎকার করে ওঠেন। প্রথমটায় বেজায় অপ্রস্তুতে পড়ে যান তিনি। পরে যদিও নিজেকে সামলে নেন। পোজও দেন সকলের সামনে।

অকপট রাধিকা
সম্প্রতি শেহনাজ় গিলের জনপ্রিয় চ্যাট শো ‘দেশি ভাইবস’-এ অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কথায়-কথায় সাহসী চরিত্রে অভিনয় করা নিয়ে মুখ খুললেন রাধিকা। বললেন, “আমার এটাকে সাহসী বলে মনেই হয়নি। আমার মনে হয় না শরীর নিয়ে লজ্জা পাওয়ার কিছু আছে! আমরা তো এই শরীর নিয়েই পৃথিবীতে এসেছি, এটা আমাদের যন্ত্র। তাই এটাকে সম্মান করা উচিত, লজ্জা নয়।” আর এই পুরো বিষয়ে তাঁকে বরাবর সমর্থন করেছেন তাঁর মা-বাবা।

প্রতিবাদ ভক্তদের
এ তো এক কথায় অপমান…। ৩০ এপ্রিল কনসার্ট চলাকালীন গান থামাতে হয়েছিল এ.আর.রহমানকে। স্টেজে উঠে প্রকাশ্যে পুলিশের এই বাধা দেওয়ার বিষয়টা যেন হজমই করতে পারছেন না ভক্তরা। একের পর এক পোস্টে কেবল পুণে পুলিশকে উল্লেখ করে কটাক্ষের বন্যা হয়ে যাচ্ছে। নেটিজ়েনদের সাফ মন্তব্য, নিয়ম নিয়ে আপত্তি নেই, তবে বলার ধরনটা মোটেও সঠিক ছিল না।

ছাত্রী আলিয়া
আলিয়া ভাটের কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘উড়তা পঞ্জাব।’ এই ছবির মধ্য় দিয়ে বহু প্রসংশা কুড়িয়ে নিয়েছেন আলিয়া। অভিষেক চৌবে পরিচালিত এই ছবিতে আলিয়ার সহ-অভিনেতা হিসেবে ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এই ছবিতে বিহারের একটি পরিজায়ী মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল আলিয়াকে। বিহারের বাসিন্দা হওয়ার সুবাদে সেখানকার আদবকায়দা সবটাই জানা পঙ্কজের। চরিত্রের জন্য আলিয়াকে শিখিয়ে পড়িয়ে নিতেন তিনি।

বিস্ফোরক ফারহা
এই বয়সে আবার বিয়ে! আপনি তো দুই বাচ্চার মা? একাধিকবার কটাক্ষের শিকার হয়ে এবার মুখ খুললেন পরিচালক ফারাহ খান। উত্তরে জানালেন, সমাজ কী ভাববে এই দোটানায় না যাওয়াই শ্রেয়। মনকে গুরুত্ব দিতে হবে, লোকের সমালোচনাকে নয়।

প্রতিবাদ আদৃতের
‘মিঠাই’ ধারাবাহিক-খ্যাত আদৃত রায় এবার চড়াও হলেন নেটপাড়ায়। ‘গোপনে প্রেম করছেন, প্রকাশ্যে আনার সৎ সাহস নেই, তাঁর জন্যই ডুবছে ধারাবাহিক’, এমনই একাধিক বিস্ফোরক মন্তব্যের জবাব দিলেন নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে। বললেন, ‘আমার বাঙালিয়ানার প্রমাণ দিতে হবে না। আমায় যাঁরা ভালবাসেন, তাঁরা ইতিমধ্যেই স্ক্রিনশর্ট তুলে পোস্ট করছেন।’

কোথায় এখন শোলাঙ্কি
সদ্য ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। অভিনয় থেকে নিয়েছেন বিরতি। এবার গরমের হাত থেকে বাঁচতে ও কিছুটা মি-টাইম কাটাতে পাড়ি দিলেন পাহাড়ে। শেয়ার করলেন ছবিও। তবে কোথায় গিয়েছেন, তা গোপনই রাখলেন সেলেব।