AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan Injured: লস অ্যাঞ্জেলসে শুটিং করতে গিয়ে আহত শাহরুখ

Shahrukh Khan Injured: লস অ্যাঞ্জেলসে শুটিং করতে গিয়ে আহত শাহরুখ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 04, 2023 | 10:09 PM

Share

লস অ্যাঞ্জেলসে শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই এক অ্যাকশন দৃশ্যে চোট পান শাহরুখ খান। বাদশা-র নাকে করা হয়েছে অস্ত্রোপচার। বর্তমানে দেশে ফিরেছেন তিনি। মন্নতে, অর্থাৎ নিজের বাড়িতে রয়েছেন বিশ্রামে।

শাহরুখের অস্ত্রোপচার
লস অ্যাঞ্জেলসে শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই এক অ্যাকশন দৃশ্যে চোট পান শাহরুখ খান। বাদশা-র নাকে করা হয়েছে অস্ত্রোপচার। বর্তমানে দেশে ফিরেছেন তিনি। মন্নতে, অর্থাৎ নিজের বাড়িতে রয়েছেন বিশ্রামে।

আলিয়া বললেন ‘খেলা হবে’
মুক্তি পেল করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র ট্রেলার। ট্রেলারেই ফিরে এল করণ-ম্যাজিক। পঞ্জাবি বনাম বাঙালি পরিবারের মজার খুনসুটি ট্রেলার জুড়েই। তবে ‘চেরি অন দ্য কেক’ আলিয়া ভাটের মুখে বহুল রাজ্য রাজনীতির প্রচলিত স্লোগান, ‘খেলা হবে’।

ছবি ছাড়লেন রেখা?
টানা ৯ বছর হতে চলল অভিনয় জগতের থেকে মুখ ফিরিয়েছেন রেখা। তবে কি অভিনয় ছাড়ছেন তিনি? এবার এক সাক্ষাৎকারে জানালেন, না, তিনি অভিনয় ছাড়েননি—তবে সঠিক চরিত্র ও চিত্রনাট্য না পেলে কাজ করবেন না।

অফিস বানালেন অজয়
একের পর এক বাড়ি কিনে এবার পালা অফিসের। গত কয়েকবছরে বেশ কয়েকটি সম্পত্তি কিনতে দেখা যায় অজয় দেবগণকে। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন অফিস, যা ৪৫ কোটি টাকায় কিনলেন অজয় দেবগণ।

রেগে গেলেন ‘মিঠাই’?
‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডুকে নিয়ে চর্চার অন্ত নেই। তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন হাজারও। বিরক্ত মিঠাই? তাঁর কথায়, “মানুষকে ভালবাস, কিন্তু তাঁদের ব্যক্তিগত অথবা পেশাগত জীবন নিয়ে চর্চা বন্ধ কর।”

মায়ের সঙ্গে পাহাড়ে মধুমিতা
সময়টা বেশ ভাল যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের। হাতে রয়েছে একের পর এক কাজ। এরই মধ্যে ফাঁক পেতেই প্রিয় সঙ্গীকে নিয়ে রওনা হলেন পাহাড়ে। কে সেই সঙ্গী জানেন? নায়িকার মা ডালিয়া সরকার। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন মধুমিতা নিজেই।

শুভশ্রীকে শ্রাবন্তীর উপহার
মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর হবু মাকে কার্যত আগলেই রাখছেন আর এক নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিছু দিন আগেই একসঙ্গে গিয়েছিলেন পুরীতে, এবার শুভশ্রীকে পাওভাজি ট্রিট শ্রাবন্তীর। শুভশ্রীও বেজায় খুশি।

ট্রোল্ড শ্রীময়ী
বিকিনিতে সমুদ্র সৈকতে শ্রীময়ী চট্টোরাজ। ছবি শেয়ার করতেই খোঁজ পড়ল অভিনেতা কাঞ্চন মল্লিকের। কোথায় তিনি? প্রশ্ন নেটদুনিয়ার একাংশের। পাল্লা দিয়ে চলল ট্রোলিং।

নিশোর ছবি কলকাতায়
‘আরফান’ নিশোর ছবি প্রথমবার মুক্তি পাচ্ছে কলকাতায়। ১১ জুলাই আসবে সুরঙ্গ। বাংলাদেশে এই ছবি ইতিমধ্যেই হাউসফুল। তিনদিন আগে কাটতে হচ্ছে টিকিট। এখন দেখার এই ছবি কলকাতার বুকে কত টাকার ব্যবসা করে।