Shah Rukh Khan : 'দেখতে খুব খারাপ' শাহরুখকে বলেন...

Shah Rukh Khan : ‘দেখতে খুব খারাপ’ শাহরুখকে বলেন…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 1:32 PM

এখন তাঁর ছবি ১০০০ কোটির ম্যাজিক ফিগার পার করছে। তবে শুরুটা কেক ওয়াক ছিল না শাহরুখ খানের। জুতোর বিজ্ঞাপন, হিন্দি সিরিয়াল ফৌজি আর সার্কাসে যাত্রা শুরু করেন দিল্লির ছেলে শাহরুখ।

এখন তাঁর ছবি ১০০০ কোটির ম্যাজিক ফিগার পার করছে। তবে শুরুটা কেক ওয়াক ছিল না শাহরুখ খানের। জুতোর বিজ্ঞাপন, হিন্দি সিরিয়াল ফৌজি আর সার্কাসে যাত্রা শুরু করেন দিল্লির ছেলে শাহরুখ। সোনার চামচ মুখে দিয়ে নয় বরং বহু কটাক্ষ মোকাবিলা করেই জার্নি শুরু হয় কিং খানের।

বিজ্ঞাপনে, সিরিয়ালে কাজ করারও আগে থিয়েটার করতেন শাহরুখ। সিনেমায় কাজ খুঁজতেন। অনেকের কাছে প্রত্যাখ্যাত হন। বলিউড অভিনেতা মেহমুদের সঙ্গে তাঁদের পারিবারিক পরিচয় ছিল। সেই সময়ে মেহমুদের ছেলে ম্যাকির কাছে ছিল একটি ভিডিও ক্যামেরা।

ম্যাকি শাহরুখের ভিডিও তোলেন। পরে তিনি শাহরুখের মাকে বলেন ‘আপনার ছেলে নাচে ভাল, অভিনয়ও ভাল করে কিন্তু দেখতে খুব খারাপ’। ‘ও কোনও দিন নায়ক হতে পারবে না’। এতে কষ্ট পান শাহরুখ। কিন্তু কটাক্ষে তাঁর মন ভাঙেনি। মনের গভীরে ছিল আত্মপ্রত্যয়, একদিন তিনি বলিউডের বাদশা হবেনই। বাকিটা বলেছে সময়।