Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: ব্যাকফুটে শাহরুখ?

Shah Rukh Khan: ব্যাকফুটে শাহরুখ?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 04, 2023 | 1:22 PM

বলিউডের স্বস্তির হাওয়া শাহরুখ খানের হাত ধরে। পরপর দুই ছবি 'পাঠান' ও 'জওয়ান' পার করেছে ১০০০ কোটির বক্স অফিস কালেকশন। ২০২৩ বড়দিনে আসতে চলেছে পরিচালক রাজকুমার হিরানির ছবি 'ডানকি'।

বলিউডের স্বস্তির হাওয়া শাহরুখ খানের হাত ধরে। পরপর দুই ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ পার করেছে ১০০০ কোটির বক্স অফিস কালেকশন। ২০২৩ বড়দিনে আসতে চলেছে পরিচালক রাজকুমার হিরানির ছবি ‘ডানকি’। অন্যরকম চরিত্রে, অন্য লুকে শাহরুখকে দেখতে মুখিয়ে তাঁর ভক্তরা। অন্যদিকে ওই বড়দিনেই প্রভাসের ছবি ‘সালার’ রিলিজের কথা।

বাহুবলী খ্যাত প্রভাসের ‘সালার’ নিয়ে আশাবাদী তাঁর ফ্যানেরা। পরপর ২টি ফ্লপের পরে এই ছবি প্রভাসের ভাগ্য বদলে দেবে। ভারতীয় সিনেমার দর্শকরাও মুখিয়ে ছিলেন এতদিন শাহরুখ বনাম প্রভাসের টক্কর দেখতে। কিন্তু দক্ষিণের ছবির সূত্রে জানা যাচ্ছে রণে ভঙ্গ দিচ্ছে টিম শাহরুখ খান। ‘সালার’ বনাম ‘ডানকি’র টক্করের থেকেও বড় উদ্দেশ্য এখন প্রেক্ষাগৃহে দর্শক টানা। তাই কি এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন এসআরকে? টিজার রিলিজের পর অনেকের মত প্রভাসের কেরিয়ারের অন্যতম ছবি হতে চলেছে সালার। অন্যদিকে রাজকুমার হিরাণির ‘ডানকি’র ফার্স্ট লুকই বুঝিয়েছে তা একটি ব্যতিক্রমী ছবি হতে চলেছে। ফিল্ম বিশেষজ্ঞদের মতে টিম ‘ডানকি’র এই সিদ্ধান্তে আদতে উপকার হবে ভারতীয় ছবিরই। দর্শক টানবে দুই ছবিই।