Shah Rukh Khan And Gauri Khan: গৌরীর কোন উপহার আজও খোলেননি শাহরুখ?
তখন শাহরুখের বয়স ২৬ বছর আর গৌরী খানের বয়স ২১ বছর । অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বিয়ে করেন শাহরুখ গৌরী। ২৫ অক্টোবর, ১৯৯১ বিয়ে হয় শাহরুখ ও গৌরী খানের। তখন সবে পরিচিতি পেতে শুরু করেছেন শাহরুখ খান। সুসময় ছিলনা তখন কিং খানের। চোখ ধাঁধানো সাফল্য তখনও আসেনি। মাথার ওপরে ছিল না মন্নতের ছাদ। সেই থেকে হাতে হাত রেখে এই দম্পতি সামলেছেন সব উত্থান পতন।
তখন শাহরুখের বয়স ২৬ বছর আর গৌরী খানের বয়স ২১ বছর । অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বিয়ে করেন শাহরুখ গৌরী। ২৫ অক্টোবর, ১৯৯১ বিয়ে হয় শাহরুখ ও গৌরী খানের। তখন সবে পরিচিতি পেতে শুরু করেছেন শাহরুখ খান। সুসময় ছিলনা তখন কিং খানের। চোখ ধাঁধানো সাফল্য তখনও আসেনি। মাথার ওপরে ছিল না মন্নতের ছাদ। সেই থেকে হাতে হাত রেখে এই দম্পতি সামলেছেন সব উত্থান পতন।
আজ দুনিয়ার জাগতিক সব কিছু চাইলেই কিনতে পারেন কিং খান। তবু তাঁর হাতে রয়ে গেছে স্ত্রী গৌরীর দেওয়া সেইসময়ের এক উপহার। শাহরুখকে আংটি উপহার দেন গৌরী। সাফল্যের শীর্ষে ওঠার পথে শাহরুখ একদিনের জন্যও আঙুল থেকে খোলেননি সেই আংটি। কেটে গেছে ৩ দশকেরও বেশি সময়। বিন্দুমাত্রও ভাঁটা পড়েনি প্রেমে। আজও কিং খানের পাশে স্তম্ভের মতো দাঁড়িয়ে গৌরী খান।
Latest Videos