Shahrukh Khan: জল বিহীন ২ দিন শাহরুখ খান

ফারহা খানের 'ওম শান্তি ওম' ছবির 'দরদে ডিস্কো' গানের শুটে ঘটে এই ঘটনা। পরিচালক ফারাহ খান 'ম্যায় হু না' সিনেমায় শাহরুখের জামা খোলা শট চান। এসআরকে পিঠে ব্যথার জন্য তখন তা করতে পারেননি। তাই 'ওম শান্তি ওম' এর শুটে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন জামা খুলবেন। জল খেলে শরীর ফুলে যায়। তাই ওই গানের শুটের সময়ে টানা দুদিন জলবিহীন ছিলেন শাহরুখ খান।

Shahrukh Khan: জল বিহীন ২ দিন  শাহরুখ  খান
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 1:33 PM

জল জীবনের প্রাথমিক শর্ত। জল ছাড়া আমরা বাঁচতে পারি না। অথচ জীবন থেকে জলকে বাদ দিয়েছিলেন শাহরুখ খান টানা ২ দিনের জন্য। ফারহা খানের ‘ওম শান্তি ওম’ ছবির ‘দরদে ডিস্কো’ গানের শুটে ঘটে এই ঘটনা। পরিচালক ফারাহ খান ‘ম্যায় হু না’ সিনেমায় শাহরুখের জামা খোলা শট চান। এসআরকে পিঠে ব্যথার জন্য তখন তা করতে পারেননি। তাই ‘ওম শান্তি ওম’ এর শুটে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন জামা খুলবেন।
জল খেলে শরীর ফুলে যায়। তাই ওই গানের শুটের সময়ে টানা দুদিন জলবিহীন ছিলেন শাহরুখ খান। কিং খানের ‘পাঠান’ এর পর ‘জওয়ান’ও ব্লকবাস্টার। শাহরুখ খানের ‘জওয়ান’ ভেঙে দিয়েছে বক্স অফিস কালেকশনের সমস্ত অতীত রেকর্ড। এরপর আসছে শাহরুখ খানের ডানকি। অভিনয়ের প্রতি এই আবেগ ও দায়বদ্ধতার জন্যই শাহরুখ আজও বলিউডের সুপারস্টার।

Follow Us: