AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakib Khan Wife Bubly: বুবলির 'বুলি'-তে বিপাকে তারকা

Shakib Khan Wife Bubly: বুবলির ‘বুলি’-তে বিপাকে তারকা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 14, 2023 | 4:34 PM

Share

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের কীর্তিকলাপ নিয়ে এবার মুখ খুললেন তাঁর বর্তমান স্ত্রী তথা নায়িকা শবনম বুবলি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে শাকিব খানের অনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন।

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের কীর্তিকলাপ নিয়ে এবার মুখ খুললেন তাঁর বর্তমান স্ত্রী তথা নায়িকা শবনম বুবলি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে শাকিব খানের অনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন । শাকিব খানের বিরুদ্ধে পুলিশি সমন জারি, টাকা নিয়ে শুটিং না করা, মহিলা সহকারীকে ধর্ষণের অভিযোগের সময়ে পাশেই ছিলেন বুবলি। ব্যাপক সমালোচনা ও বিপদের সময়ে শাকিবের প্রশংসাই করেছিলেন তিনি। এই পোস্ট করে নিজের ধৈর্যচ্যুতি ঘটালেন বুবলি। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি বুবলির। মাঝেমধ্যেই সন্তান শেহজাদ খান বীরসহ তাঁদের এক সঙ্গে দেখা যায়। ফেসবুক পোস্টে লিখেছেন ‘… শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না। কিন্তু কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলেন। ভাল ভাল সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টারডম জীবনের একটা অংশ ।কিন্তু এটাই পুরো জীবন নয়। আমি কখনোই আপনাকে কোনও ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিনের শেষে আপনারই ছিল। কিন্তু বিনীত অনুরোধ করবো -আবারও কোনো লুকোছাপা করে আর কোনও বাজে কনফিউশন তৈরি করবেন না। শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবেন…’। ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় তাঁদের ছেলে আব্রাম খান জয়ের। প্রায় ১০ বছর ঘর সংসার আর বিয়ের বিষয়টি গোপন রাখেন দুজনই। ২০১৭ সালের এপ্রিলে একটি টেলিভিশন চ্যানেলে এসে সব গোপন তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় তাঁদের। পরের বছর ২০ জুলাই শবনম বুবলিকে বিয়ে করেন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাঁদের ছেলে শেহজাদ খান বীরের। সবশেষে গত বছর উঠতি নায়িকা পূজা চেরিকে বিয়ে করেন শাকিব খান। মূলত এই বিয়ে নিয়ে বুবলির সঙ্গে দূরত্ব তৈরি হয় শাকিব খানের। অবশ্য আগের বিয়েগুলোর মত পূজা চেরিকে বিয়ের বিষয়ে এখনও স্বীকার বা অস্বীকার কোনটিই করেননি শাকিব খান। পূজা চেরি ও শাকিব খান বিয়ের বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চান না। প্রসঙ্গত, অভিনয়ের শুরুতে আরেক অভিনেত্রীর সঙ্গেও শাকিব খানের বিয়ের কথা চলেছিল বলে খবর।