Akshay Kumar: বডি শেমিং এর অভিযোগ অক্ষয়ের বিরুদ্ধে
সরকারি বহু প্রকল্পের মুখ অক্ষয় কুমার। তাঁর মুখে ন্যায় ও নীতির কথা। সমাজ সচেতনতার কথা। সেই অক্ষয় কুমারের বিরুদ্ধে এবার বডি শেমিং এর অভিযোগ। অভিযোগ করলেন তাঁর সহ অভিনেত্রী শান্তি প্রিয়া।
সরকারি বহু প্রকল্পের মুখ অক্ষয় কুমার। তাঁর মুখে ন্যায় ও নীতির কথা। সমাজ সচেতনতার কথা। সেই অক্ষয় কুমারের বিরুদ্ধে এবার বডি শেমিং এর অভিযোগ। অভিযোগ করলেন তাঁর সহ অভিনেত্রী শান্তি প্রিয়া। ১৯৯৪ এ ‘ইক্কে পে ইক্কা’ ছবিতে অক্ষয়ের সহঅভিনেত্রী ছিলেন শান্তি প্রিয়া। তখন শান্তিপ্রিয়ার গায়ের রঙ নিয়ে তাকে কটাক্ষ করেন অক্ষয়। সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই কথা বলেন শান্তি প্রিয়া।
সবার সামনে অক্ষয় কুমার শান্তি প্রিয়ার হাঁটু প্রসঙ্গে বলেন তাঁর হাঁটু খুব কালো। অক্ষয় জিজ্ঞাসা করেন তিনি কি কোথাও চোট পেয়েছেন, নাকি হোঁচট খেয়েছেন? শান্তিপ্রিয়া অক্ষয়কে বলেন, না তেমন কিছুই হয়নি। অক্ষয় বলেন তাঁর হাঁটু এতটাই কালো, দেখে মনে হচ্ছে যেন রক্ত জমে রয়েছে। শান্তিপ্রিয়ার দিদি ভানুপ্রিয়াকে নিয়েও এই ধরনের কথাবার্তা চলত তখন। ভানুপ্রিয়ার গালে ব্রণর সংখ্যা গুণে গুণে লেখাও হত। শান্তিপ্রিয় বলছেন, আশ্চর্যের কথা তাঁকে এই ধরনের কটাক্ষ করার জন্য কোনদিন ক্ষমাও চাননি অক্ষয় কুমার।