Mansoor Ali Khan Pataudi: টাইগারের ক্যাচ মিসে শর্মিলাকে কটাক্ষ বাবার
মাঠে ক্রিকেটারদের খারাপ পারফর্মেন্সে তাঁদের স্ত্রী বা সঙ্গিনীরা দোষী হন। এই রেওয়াজ আগেও ছিল। মাঠে নবাব মনসুর আলি পতৌদির খারাপ পারফর্মেন্সে কটাক্ষের মুখে পড়েন স্ত্রী শর্মিলা। পতৌদির ইংরেজি উচ্চারণে প্রেমে পড়েন শর্মিলা।
মাঠে ক্রিকেটারদের খারাপ পারফর্মেন্সে তাঁদের স্ত্রী বা সঙ্গিনীরা দোষী হন। এই রেওয়াজ আগেও ছিল। মাঠে নবাব মনসুর আলি পতৌদির খারাপ পারফর্মেন্সে কটাক্ষের মুখে পড়েন স্ত্রী শর্মিলা। পতৌদির ইংরেজি উচ্চারণে প্রেমে পড়েন শর্মিলা। ১৯৬৫তে পতৌদি শর্মিলার আলাপ হয়। সূক্ষ্ম রসবোধ ছিল পতৌদির। এতে আরও আকর্ষিত হন শর্মিলা। প্রেমিক পতৌদি শর্মিলার জন্য কবিতা লিখতেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ১৯৬৮ এ বিয়ে হয় পতৌদি শর্মিলার। বিয়ের পর হয় বিপত্তি। একটি ম্যাচে ক্যাচ মিস করেন টাইগার পতৌদি। শর্মিলার বাবা গিতীন্দ্রনাথ ঠাকুর মেয়েকে কটাক্ষ করেন। মেয়েকে দোষারোপ করে তিনি বলেন, ‘তুমি রাত্রে ওকে জাগিয়ে রাখো কেন?’ স্তম্ভিত হয়ে পড়েন শর্মিলা।

