Shatarup Suvendu: আমরা বামপন্থীরা যে মাটিতে জন্মেছি, সেই মাটিতে মরব: শতরূপ
ভারত পাকিস্তান সংঘাত আবহে নানা মুনির নানা মত শোনা যাচ্ছে। সে প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে শুভেন্দু উত্তরে উল্লেখ করেন, “অনেকে তো যাদবপুর মাইন্ডসেট নিয়ে চলে।” শুভেন্দু অধিকারী ইতিমধ্যে একাধিকবার যাদবপুরকে বিঁধেছেন। বিশেষতঃ এই কাশ্মীর উত্তেজনা আবহে তিনি ক্ষমতায় এলে ড্রোনে বেঁধে পাকিস্তানে ফেলে আসার মতো হুমকিও দিয়েছেন। এবিষয়েই প্রতিক্রিয়া […]
ভারত পাকিস্তান সংঘাত আবহে নানা মুনির নানা মত শোনা যাচ্ছে। সে প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে শুভেন্দু উত্তরে উল্লেখ করেন, “অনেকে তো যাদবপুর মাইন্ডসেট নিয়ে চলে।” শুভেন্দু অধিকারী ইতিমধ্যে একাধিকবার যাদবপুরকে বিঁধেছেন। বিশেষতঃ এই কাশ্মীর উত্তেজনা আবহে তিনি ক্ষমতায় এলে ড্রোনে বেঁধে পাকিস্তানে ফেলে আসার মতো হুমকিও দিয়েছেন। এবিষয়েই প্রতিক্রিয়া দিলেন বাম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, “আমরা বামপন্থীরা লাল পতাকা কখনও ফেলিনি। যে মাটিতে জন্মেছি সেই মাটিতে মরব।” তিনি এও বলেন, “দেশে আইন আনা উচিত, বিজেপির লোকেদের জাতীয় পতাকা স্পর্শ করতে দেওয়া হবে না।” আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো