AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sherlyn Chopra on Rahul Gandhi: সনিয়াপুত্রকে নিয়ে এ কী বললেন শার্লিন চোপড়া!

Sherlyn Chopra on Rahul Gandhi: সনিয়াপুত্রকে নিয়ে এ কী বললেন শার্লিন চোপড়া!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Aug 08, 2023 | 11:43 PM

Share

পাপারাৎজিদের সঙ্গে শার্লিন চোপড়ার সম্পর্ক বেশ ভালই। তাই নেহাতই মজার ছলে এক পাপারাৎজি প্রশ্ন করে বসলেন, “রাহুল গান্ধীকে যদি বিয়ে করতে হয়?” শার্লিন উত্তর শুনে বিন্দুমাত্র বিচলিত হলেন না। বরং বললেন, “আমার কোনও আপত্তি নেই, তবে বিয়ের পর পদবি বদল করব না।” ভিডিয়ো পোস্ট হতেই হাসির রোল নেটপাড়ায়।

রাহুল-শার্লিনের বিয়ে?
পাপারাৎজিদের সঙ্গে শার্লিন চোপড়ার সম্পর্ক বেশ ভালই। তাই নেহাতই মজার ছলে এক পাপারাৎজি প্রশ্ন করে বসলেন, “রাহুল গান্ধীকে যদি বিয়ে করতে হয়?” শার্লিন উত্তর শুনে বিন্দুমাত্র বিচলিত হলেন না। বরং বললেন, “আমার কোনও আপত্তি নেই, তবে বিয়ের পর পদবি বদল করব না।” ভিডিয়ো পোস্ট হতেই হাসির রোল নেটপাড়ায়।

নজরে ‘ডন ৩’
নজরে এবার ‘ডন থ্রি’। শাহরুখ খান নয়, রণবীর সিং-কে নিয়েই নয়া সফর শুরু পরিচালক ফারহান আখতরের। শোনা যাচ্ছে, ‘গদর ২’ ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে এই ছবির প্রথম টিজ়ার। যা নাকি ইতিমধ্যেই শুট করে ফেলেছেন রণবীর সিং।

ওটিটি-তে মিমি
অভিনেত্রী তথা সংসদ মিমি চক্রবর্তী এবার ওটিটিতে। সম্প্রতিতে এমনই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টোটা রায়চৌধুরীর বিপরীতে ওটিটি-তে ডেবিউ করতে চলেছেন তিনি। টিভির পর্দা থেকে জার্নি শুরু, বড়পর্দার পর এবার অভিনয় কেরিয়ারে নতুন সফর শুরু মিমির।

থালাইভা ঝড়
১০ অগস্ট মুক্তি পেতে চলেছে সুপারস্টার রজনীকান্তের ছবি ‘জেলার’। ২ বছর পর বড়পর্দায় ফিরছেন তিনি। ভক্তদের উত্তেজনায় রীতিমত নাজেহাল অফিসপাড়া। প্রথমদিনেই বড়পর্দায় থালাইভাকে দেখতে চান অধিকাংশই। ছুটির আবেদন ভুরি-ভুরি। দেখামাত্রই চেন্নাই ও বেঙ্গালুরুর অধিকাংশ অফিস ১০ অগস্ট ছুটি ঘোষণা করল।

শাহরুখে ‘না’ আরিয়ানের
বর্তমানে আরিয়ান খান ব্যস্ত রয়েছেন তাঁর প্রথম পরিচালনার কাজ—ওয়েব সিরিজ ‘স্টারডার্ম’ নিয়ে। এতেই কিং খানের ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু বাবাকে নিতে রাজি হননি আরিয়ান খান। কেন? আরিয়ান চান, বাবার জন্য নয়, দর্শক তাঁর কাজ দেখে তাঁকে গ্রহণ করুক।

কবে বিয়ে আমির-কন্যা ইরার?
২০২২ সালের ১৮ নভেম্বর ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে বাগ্‌দান সারেন আমির-কন্যা ইরা খান। এবার সামনে এল তাঁর বিয়ের তারিখও। ৩ জানুয়ারি বিয়ে করবেন তিনি। তবে কোন বছর, তা তিনি জানাননি। কেন ৩ জানুয়ারি? ইরা জানান, ওই দিনেই প্রথমবার তিনি ও নূপুর চুমু খান।

বিশ্বজিতের হতাশা
১২ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন ‘খেলনাবাড়ি’ খ্যাত বিশ্বজিৎ ঘোষ। তবে শুধু ধারাবাহিকেই আটকে রয়েছে তাঁর কেরিয়ার গ্রাফ। কিন্তু কেন? বিশ্বজিতের কথায়, “পার্টিতে যাই না, পিআর খারাপ। তাই হয়তো ডাকও পাচ্ছি না।”

মিষ্টিকে ‘উপদেশ’
মিষ্টি সিংয়ের স্বামী রেমোর সঙ্গে বন্ধুত্ব দিবসে একটি ছবি পোস্ট করেন নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়। এর পরেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু রটনা। অনুরাগীদের মিষ্টিকে উপদেশ, “স্বামী হাতছাড়া হয়ে যেতে পারে।” যদিও রেমো ও দেবচন্দ্রিমার মধ্যে সম্পর্ক ভাই-বোনের, এ দাবি খোদ দেবচন্দ্রিমারই।

থানায় অপু বিশ্বাস
বেশ কিছু দিন ধরেই ফেসবুক ও ইউটিউবে অশালীন মন্তব্য নিয়ে বিরক্ত বাংলাদেশী অভিনেত্রী অপু বিশ্বাস। এ কারণে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এমনটাই।