Shilpa Shetty: এই পোশাকে অস্বস্তিতে শিল্পা
ফ্যাশনের জন্য অনেকেই নানা ধরনের পোশাক পরেন। আবার দেখা যায় কিছু পোশাকের জন্য অনেককে অসুবিধাতেও পড়তে হয়। শিল্পা শেট্টিকে দেখা যায় পোশাক সামলাতে অনেক কষ্ট করতে হয়। ক্যামেরার সামনে সমস্যা আরও বাড়ে। শিল্পা ক্যামেরার সামনে বেশ কিছু পোজও দেন।
ফ্যাশনের জন্য অনেকেই নানা ধরনের পোশাক পরেন। আবার দেখা যায় কিছু পোশাকের জন্য অনেককে অসুবিধাতেও পড়তে হয়। শিল্পা শেট্টিকে দেখা যায় পোশাক সামলাতে অনেক কষ্ট করতে হয়। ক্যামেরার সামনে সমস্যা আরও বাড়ে। শিল্পা ক্যামেরার সামনে বেশ কিছু পোজও দেন। তিনি টু-পিস পোশাক পরেছিলেন। শিল্পার সবুজ রঙের পোশাকের ছিল। তিনি যে স্কার্ট পরেছিলেন, সেখানেই সমস্যা শুরু হয়। তাঁর মনে হয়,সেই স্কার্ট খুলে যেতে পারে যেকোনও সময়। তখন একজন তাঁর পোশাক ঠিক করতে আসেন। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছিল তিনি বেশ সমস্যায় পড়েছেন। কিন্তু শিল্পা হাসি মুখে সবকিছু সামলালেন। তারপর তিনি সেই পোশাক পরে হাঁটলেনও। শিল্পাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। তাঁকে ‘সুখী’ সিরিজে অভিনয় করতে দেখা যাবে। সেখানে তিনি অভিনয় করবেন পুলিশের ভূমিকায়।
Latest Videos