Shivaji's Wagh Nakh:  দেশে ফিরছে  বাঘ নখ

Shivaji’s Wagh Nakh: দেশে ফিরছে বাঘ নখ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 17, 2023 | 3:12 PM

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ভারত সফরের মধ্যে জোর জল্পনা। ছত্রপতি শিবাজীর বাঘ নখ এবার ফেরত আসছে ভারতে! G 20 সামিটে যোগ দিতে ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। নরেন্দ্র মোদী ও ঋষি সুনকের মধ্যে দু দেশের মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর দীপাক্ষিক বৈঠকে বাঘ নখ নিয়ে কোনও কথা হয়েছে কিনা জানা যায়নি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ভারত সফরের মধ্যে জোর জল্পনা। ছত্রপতি শিবাজীর বাঘ নখ এবার ফেরত আসছে ভারতে! G 20 সামিটে যোগ দিতে ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। নরেন্দ্র মোদী ও ঋষি সুনকের মধ্যে দু দেশের মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর দীপাক্ষিক বৈঠকে বাঘ নখ নিয়ে কোনও কথা হয়েছে কিনা জানা যায়নি। সেপ্টেম্বরের শেষে মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গাতিওয়ার ব্রিটেন সফরে চলেছেন। সূত্রের খবর অ্যালবার্ট জাদুঘরের সঙ্গে একটি MoU চক্তি স্বাক্ষরিত হবে তাঁর। ওই চুক্তি স্বাক্ষরিত হলেই ভারতের হাতে ফেরত আসবে শিবাজীর বাঘ নখ। সুধীর মুঙ্গাতিওয়ার বলেছেন শিবাজীর বাঘ নখ ফিরিয়ে দিতে রাজি হয়েছে ব্রিটেনের অ্যালবার্ট জাদুঘর কর্তৃপক্ষ। ১৭ শতকে শিবাজী বাঘ নখ দিয়ে হত্যা করেন বিজাপুরের মুসলিম শাসক আফজাল খাঁকে। ১৬৫৯ এর ১০ নভেম্বর সন্ধি করতে শিবাজী কে নিজের শিবিরে ডাকেন আফজাল খাঁ। কিন্তু সন্ধির বদলে অতর্কিত শিবাজীকে আক্রমণ করে বসেন তিনি। তখন শিবাজী তাঁর হাতের তলায় লুকানো বাঘ নখ দিয়ে হত্যা করেন আফজাল খাঁকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কালে শিবাজির বাঘ নখ চলে যায় ইংল্যান্ডে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী ১০ নভেম্বর ভারততে ফিরছে বাঘ নখ। বিশেষজ্ঞদের মতে বাঘ নখ ভারতে ফিরলে কোহিনুর হিরে দেশে ফেরানোর দাবি আরও জোরদার হবে।