Shoaib Akhtar Trolled: প্রশংসা করতে গিয়ে বেফাঁস মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শোয়েব আখতার

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 30, 2023 | 5:11 PM

আফগানদের ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে পাঠানদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার । একইসঙ্গে তাঁর গলায় উঠে এসেছে বাঙালিদের কথা।

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস সোয়েব আখতারের গলায় হঠাৎই বাঙালি ও পাঠান জাতি সম্পর্কে কথা শোনা গেল। পাকিস্তানকে নাস্তানাবুদ করে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরশাহিতে এই প্রথম আফগানিস্তানের বিরুদ্ধে হার পাকিস্তান। আফগানদের ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে পাঠানদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার । একইসঙ্গে তাঁর গলায় উঠে এসেছে বাঙালিদের কথা। তাঁর মতে, পাঠান ও বাঙালিরা বিশ্ব সেরা হওয়ার ক্ষমতা রাখে । তবে প্রশংসা করতে গিয়ে বেফাঁস মন্তব্যও করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার। যে কারণে শোয়েবের উক্তি অনেকেই অবশ্য ভালো চোখে দেখেননি। ট্রোল হতে হয়েছে পাক ক্রিকেটারকে। রশিদ খানদের প্রশংসা করতে গিয়ে দুটি জাতিকে ‘চরমপন্থী’ বলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে শোয়েবকে। নেটিজেনদের অনেকেই বলেছেন, আপনারা নিজেদের নিয়ে থাকুন। পাঠান এবং বাঙালিদের ছেড়ে দিন। । একজন লিখেছেন, ১৯৭১ সালে বাঙালিরা নিজেদের পজিটিভিটি চ্যানেলাইজ করে ফেলেছে পাঠানরাও করে নেবেন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla