ইয়া বড় চন্দ্রবোড়া সাপকে নিয়ে সারা রাত ঘুমাল শ্যামসুন্দর! ভিডিয়ো দেখেই ভয় লাগবে
Chandrabora Snake: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা শ্যামসুন্দর সাঁতরা। কনকনে ঠান্ডাতেও পিলে চমকাল তাঁর, কারণ সারারাত তাঁর সঙ্গে লেপ-কম্বলের ভিতরে ঘুমাল চন্দ্রবোড়া সাপ। তাও আবার ছোটখাটো নয়, ইয়া বড়। সাপের ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান শ্যামসুন্দর।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা শ্যামসুন্দর সাঁতরা। কনকনে ঠান্ডাতেও পিলে চমকাল তাঁর, কারণ সারারাত তাঁর সঙ্গে লেপ-কম্বলের ভিতরে ঘুমাল চন্দ্রবোড়া সাপ। তাও আবার ছোটখাটো নয়, ইয়া বড়। সাপের ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান শ্যামসুন্দর। চোখ কচলে তাকাতেই চক্ষু চড়কগাছ! বালিশের পাশেই কুণ্ডলী পাকিয়ে রয়েছে সাক্ষাৎ যম। ভোরবেলা সাপের ফোঁসফোঁসানিতে ঘুম ভাঙে। দেখেন পাশে লেপের ভাঁজে সেঁধিয়ে চন্দ্রবোড়া সাপ। বরাতজোরে প্রাণ রক্ষা পেলেও এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতারশোল গ্রামে।
