Sonarpur News: স্কুলের সামনেই...

Sonarpur News: স্কুলের সামনেই…

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 15, 2023 | 4:51 PM

স্কুলের সামনেই দেদার বিক্রি হচ্ছে তামাকজাত দ্রব্য৷ বয়সবিধি না মেনেই তা বিক্রি করছেন দোকানদাররা৷ দিন দুয়েক আগেই সোনারপুরের একটি গার্লস স্কুলে সিগারেট সহ ধরা পড়ে দুই ছাত্রী৷ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়৷ তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন৷

স্কুলের সামনেই দেদার বিক্রি হচ্ছে তামাকজাত দ্রব্য৷ বয়সবিধি না মেনেই তা বিক্রি করছেন দোকানদাররা৷ দিন দুয়েক আগেই সোনারপুরের একটি গার্লস স্কুলে সিগারেট সহ ধরা পড়ে দুই ছাত্রী৷ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়৷ তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ সোনারপুর থানার উদ্যোগে আজ সকাল থেকে বিভিন্ন স্কুলের সামনে চলছে অভিযান৷ তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন কোটপা অনুযায়ী অভিযান ও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সোনারপুর থানার সুত্রে জানা গিয়েছে৷ সোনারপুর থানার পাশাপাশি সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকরাও এই অভিযানে সামিল হয়েছেন৷ তামকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে কি ধরনের ক্ষতি করতে পারতে সে সম্পর্কে সচেতন করতেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও রয়েছেন৷ বিভিন্ন স্কুলের বেশ কয়েকটি দোকানদারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে সোনারপুর থানার সুত্রে জানা গিয়েছে৷ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা৷ স্থানীয় মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন বিদ্যালয়ের স্কুলের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারাও জানিয়েছেন এই ধরনের অভিযান নিয়মিত চলা উচিত৷ তাদের বক্তব্য অনেকসময় নজরদারির অভাবে ছাত্রছাত্রীদের অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়েছেন৷ নেশার হাত থেকে তাদের বাঁচাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেই জানিয়েছেন একাধিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা৷