Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shortest Highway in India: মাত্র ৫ কিলোমিটারের হাইওয়ে

Shortest Highway in India: মাত্র ৫ কিলোমিটারের হাইওয়ে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 08, 2023 | 7:54 PM

Shortest Highway: এক শহর থেকে আর এক শহরকে যুক্ত করে মহা সড়ক বা হাইওয়ে। সারা দেশে সোনালি চতুর্ভুজ হাইওয়ের নেটওয়ার্ক দেশকে যুক্ত করেছে। ভারতে হাইওয়ে বা মহাসড়কের সংখ্যা ৫৯৯। শুনলে বিশ্বাস করবেন না। মাত্র ৫ কিলোমিটারের হাইওয়ে।

এক শহর থেকে আর এক শহরকে যুক্ত করে মহা সড়ক বা হাইওয়ে। সারা দেশে সোনালি চতুর্ভুজ হাইওয়ের নেটওয়ার্ক দেশকে যুক্ত করেছে। ভারতে হাইওয়ে বা মহাসড়কের সংখ্যা ৫৯৯। শুনলে বিশ্বাস করবেন না। মাত্র ৫ কিলোমিটারের হাইওয়ে। দেশের ক্ষুদ্রতম হাইওয়ে এটি। দেশের সবচেয়ে ছোট হাইওয়ে NH548 র দৈর্ঘ্য ৫ কিমি। মহারাষ্ট্র ও কর্নাটককে যুক্ত করেছে এই হাইওয়ে। কলম্বোলি সাক্ষিনী ও নভি মুম্বাইকে যুক্ত করেছে এই হাইওয়ে। NH118 আসনবনিকে জামশেদপুরের সঙ্গে যুক্ত করেছে। ঝাড়খণ্ডের এই হাইওয়ের দৈর্ঘ্য ১৭ কিমি। কেরলের 47A হাইওয়ের দৈর্ঘ্য ৬ কিলোমিটার। কোচিন জেলার কুন্দান্নুরকে উইলিংডন দ্বীপের সংগে যুক্ত করেছে এই হাইওয়ে।|