Shraddha Kapoor: কপিল-হুমা-হিনা-রণবীরের পর বেটিং অ্যাপ দুর্নীতিতে নাম শ্রদ্ধার
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে আরও এক বলিউড তারকার নাম সংযোজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার সমন পাঠাল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ইডির তরফে সমন পাঠানো হয় শ্রদ্ধা কাপুরকে। এর আগে কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠানো হয়। ওই অ্যাপ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রণবীর কাপুরকেও।
শ্রদ্ধাকে সমন
মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে আরও এক বলিউড তারকার নাম সংযোজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার সমন পাঠাল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ইডির তরফে সমন পাঠানো হয় শ্রদ্ধা কাপুরকে। এর আগে কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠানো হয়। ওই অ্যাপ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রণবীর কাপুরকেও।
‘কফি উইফ করণ’-এ ‘না’ দীপিকার
চোখের সামনে ঘটে যাওয়া নেপোটিজ়ম মেনে নিতে পারেননি। ‘কফি উইথ করণ’-এ আলিয়া ভাটের সঙ্গে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ব়্যাপিড ফায়ার রাউন্ডে মূল্যবান হ্যাম্পারটি করণ তুলে দিয়েছিলেন স্টার কিড আলিয়ার হাতেই। তা দেখে রেগে গিয়েছিলেন দীপিকা। পণ করেছিলেন আর কোনওদিনও আসবেন না করণের শোতে। তাই-ই কি তাঁকে দেখা যাবে না ‘কফি উইথ করণ’-এর নতুন সিজ়নেও?
সুশান্তের মৃত্যু নিয়ে রিয়ার বক্তব্য
সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। ২০২০ সালে মুম্বইয়ে তাঁর ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। রিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। মাদককাণ্ডেও নাম জড়িয়েছে তাঁর। জেলও খেটেছেন। সেই রিয়াই বলেছেন, “মানসিক অসুস্থতাকে ভুল ব্যাখ্যা করেন এ দেশের মানুষ। তাঁরা মনে করেন সেলেব্রিটিদের ডিপ্রেশন হয় না।”
কেমন হবে ‘টাইগার থ্রি’?
১৬ অক্টোবর প্রকাশ্যে আসবে সলমন খানের নতুন ছবি ‘টাইগার থ্রি’র ট্রেলার। তাঁর আগেই ছবি সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন সলমন। তিনি বলেছেন, “শুটিং করতে গিয়ে আমি নিজেই বাচ্চা হয়ে গিয়েছিলাম। যা মানুষ কল্পনাও করতে পারবেন না, তা রয়েছে ছবিতে। এটাই ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির সবচেয়ে ভয়ানক মিশন।”
মন খারাপ নবনীতার
এই পুজোতে জিতু কামাল তাঁর পাশে নেই। বিচ্ছেদের নোটিস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তাঁর স্বামীর কাছে। তবু স্মৃতি বড় দায়। ইনস্টাগ্রামে জিতুর বাবা-মায়ের সঙ্গে ছবি শেয়ার করে নবনীতার হাহাকার, “এই পুজোটা তোমাদের সঙ্গে কাটানো হবে না।”
ক্রিকেটারের সঙ্গে প্রেম?
বাইশ গজ আর সেলুলয়েডের প্রেম নতুন নয়। অতীতে এরকম বহু জুটিকে দেখা গিয়েছে। তালিকায় কি যোগ হতে চলেছে আরও এক নাম? বলিপাড়ার গুঞ্জন কিন্তু তেমনটাই। বিগত বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, সলমনের নায়িকা পূজা হেগড়ে মন দিয়েছেন এক ক্রিকেটারকে! সেই তরুণ তুর্কী মুম্বইয়ের বাসিন্দা। যদিও পূজা এ ব্যাপারে এক্কেবারে চুপ।
টিআরপিতে কী হল?
প্রকাশ্যে টিআরপি তালিকা। প্রথম সপ্তাহেই প্রথম দশে ঢুকে পড়ল অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালবাসা’। প্রথম স্থান দখলে থাকল ‘অনুরাগের ছোঁয়া’র। দ্বিতীয় স্থানে যৌথভাবে জায়গা করে নিল ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’। তৃতীয় স্থানে রয়েছে ‘সন্ধ্যাতারা’।
আবিরের ক্ষোভ
আপাত শান্ত আবির চট্টোপাধ্যায় ক্ষোভ উগরেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভ না বলে বোধহয় অভিমান বলাই ভাল। অভিনেতা লক্ষ্য করেছেন, কাজের ছবি পোস্ট করলে তাতে প্রতিক্রিয়া আসে কম, ব্যক্তিগত জীবন নিয়েই আগ্রহ বেশী সাধারণের। তাতেই বিরক্ত হয়ে নিজের ছবি দিয়ে আবির লিখেছেন, “গত কয়েক মাস যাবৎ লক্ষ করছিলাম, আজ বলছি, উদ্ধত শোনালে আমি অপারগ। যেহেতু আপনারা কাজের পোস্টে খুব একটা আগ্রহী নন, তাই আজ ব্যক্তিগত ছবিই দিলাম।”
১৫ দিন হাসেননি অলিভিয়া
পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজ়ে সরমা চরিত্রে অভিনয় করেছিলেন অলিভিয়া সরকার। যৌনকর্মীর চরিত্র। পরিচালক তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ১৫ দিন না হেসে থাকতে পারবেন কি না। অলিভিয়া তাই করেছিলেন। পরবর্তীতে তাঁর দাদা বার্তা পাঠিয়েছিলেন, তাঁর জন্য তিনি গর্বিত। এটাই ছিল অভিনেত্রীর জীবনের সবচেয়ে বড় পাওয়া।