Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shraddha Kapoor Love Life: লেখকের প্রেমে শ্রদ্ধা

Shraddha Kapoor Love Life: লেখকের প্রেমে শ্রদ্ধা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 24, 2023 | 5:07 PM

নিজের ব্যক্তিগত সম্পর্কের জীবন আড়ালে রাখেন শ্রদ্ধা কাপুর। ৩৫এও হট অ্যান্ড হ্যাপেনিং শ্রদ্ধাকে দেখে মনে হয় বয়স যেন ১৬। বলিউডে প্রেমের খবর চাপা থাকা থাকে না। সূত্রের খবর পুরনো সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার। সাম্প্রতিক খবর চিত্রনাট্য লেখক রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর।

নিজের ব্যক্তিগত সম্পর্কের জীবন আড়ালে রাখেন অভিনেতা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর। ৩৫ বছর বয়সেও হট অ্যান্ড হ্যাপেনিং শ্রদ্ধা কাপুরকে দেখে মনে হয় বয়স যেন থমকে আছে ১৬ বছর বয়সেই। বলিউডে প্রেমের খবর চাপা থাকা থাকে না। সূত্রের খবর পুরনো সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধা কাপুরের। এর আগে সেলিব্রটি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রদ্ধা কাপুর। সেই সম্পর্ক ভেঙেছে কিছুদিন হল। এরই মধ্যে জোর গুঞ্জন। সাম্প্রতিক খবর এক লেখকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রদ্ধা কাপুর। চিত্রনাট্য লেখক রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা ও রণবীর কাপুরের সাম্প্রতিক সিনেমা তু ঝুটি ম্যায় মক্কর ছবির চিত্রনাট্যের লেখকও রাহুল মোদী। বেশ কিছু ফিল্মি পার্টিতেও নাকি একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। এই সম্পর্কের বিষয়েও বরাবরের মতোই স্পিকটি নট শ্রদ্ধা কাপুর।

Published on: Oct 24, 2023 05:07 PM