Alipurduar Peacock Rescue: ময়ূর মানবিকতা
অসুস্থ্য ময়ুর উদ্ধার করে মানবিকতার পরিচয় দিলেন রতিরাম ওঁরাও।ঘটনা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তীতে।আজ সকালে গোরু বাঁধতে গিয়ে সুক্তি নদীর পাশে তিনি একটি অসুস্থ্য ময়ুর কে পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষনাৎ ময়ুরটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে শুশ্রূষা করেন।
অসুস্থ্য ময়ুর উদ্ধার করে মানবিকতার পরিচয় দিলেন রতিরাম ওঁরাও।ঘটনা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তীতে।আজ সকালে গোরু বাঁধতে গিয়ে সুক্তি নদীর পাশে তিনি একটি অসুস্থ্য ময়ুর কে পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষনাৎ ময়ুরটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে শুশ্রূষা করেন।এদিন সকালে এই ময়ুর দেখতে ভীড় জমে। স্থানীয় এক বাসিন্দা এ ব্যাপারে বনদফতরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ও ব্যার্থ হন।অগত্যা স্মরনাপন্ন হন টিভি৯ এর।যদিও এ ব্যাপারে বার কয়েক চেষ্টা করেও পাওয়া যায়নি সংশ্লিষ্ট বনদফতরের রেসকিউ টিম কে। স্থানীয় বাসিন্দারা জানান,ময়ুর টি অসুস্থ্য।উড়তে পাচ্ছেনা। বনদফতর কে খবর দেওয়ার চেষ্টা হচ্ছে।বনদফতরের কর্মীরা এলে তাদের হাতে তুলে দেওয়া হবে অসুস্থ্য ময়ুর টিকে। রতিরাম ওঁরাও দলগাঁও বস্তীর বাসিন্দা ময়ুর টিকে উদ্ধার করে মানবিকতার পরিচয় দিয়েছেন।গ্রামবাসীরা তাকে ধন্যবাদ জানিয়েছে। এই জাতীয় সম্পদ রক্ষার্থে গ্রামবাসীরা ও এগিয়ে এসেছেন।এটা জেনে খুশি বনদফতরের আধিকারিক রা।বনদফতর এর এক আধিকারিক জানিয়েছেন,ময়ুর টিকে উদ্ধার করে চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।