Siddharth Malhotra Kiara Advani Relationship: কোন নায়িকার হাতে হাত রাখতে দেখা গেল বিবাহিত সিদ্ধার্থকে?

Siddharth Malhotra Kiara Advani Relationship: কোন নায়িকার হাতে হাত রাখতে দেখা গেল বিবাহিত সিদ্ধার্থকে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 24, 2024 | 11:34 PM

সিদ্ধার্থ মালহোত্রার উপর বেজায় চটেছেন তাঁর ভক্তরা। চাইছেন কৈফিয়ৎও। জিজ্ঞাসা করেছেন, ‘স্ত্রী কিয়ারা আডবাণীর কথা একবারও ভাবলেন না’? ‘যোধা’ ছবিতে দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ। ওই ছবির প্রচারেই রাশির হাতে হাত দিয়ে ঘনিষ্ঠ হতেই নায়কের উপর রেগে আগুন কিয়ারার ভক্তরা।

কার কাছাকাছি সিদ্ধার্থ?
সিদ্ধার্থ মালহোত্রার উপর বেজায় চটেছেন তাঁর ভক্তরা। চাইছেন কৈফিয়ৎও। জিজ্ঞাসা করেছেন, ‘স্ত্রী কিয়ারা আডবাণীর কথা একবারও ভাবলেন না’? ‘যোধা’ ছবিতে দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ। ওই ছবির প্রচারেই রাশির হাতে হাত দিয়ে ঘনিষ্ঠ হতেই নায়কের উপর রেগে আগুন কিয়ারার ভক্তরা।

পকসো আইনে গ্রেফতার
যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোজ রাজপুত। ছত্তিশগড়ের এই বাসিন্দা স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম। নিকট আত্মীয়াকে ১২ বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগে ভিলাই পুলিশ শনিবার গ্রেফতার করে তাঁকে।

অতিথিদের তালিকা
সাজো সাজো রব অম্বানী পরিবারে। ছোট ছেলে অনন্তের প্রাক-বিয়ের অনুষ্ঠান বলে কথা! প্রস্ততি চরমে ‘অ্যান্টিলিয়া’-র অন্দরে। ১লা মার্চ থেকে ৩ মার্চ, তিনদিন ধরে চলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, শাহরুখ খান থেকে সলমন খান, অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্যা রাই-সহ বলিউডের তাবড়দের। গাই গাইবেন রিহানা! থাকতে পারেন অরিজিৎ সিং-ও।

ছেলের কী নাম রাখলেন বিক্রান্ত?
৭ ফেব্রুয়ারি বাবা হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। পুত্র সন্তান হয়েছে তাঁর। ছেলের সুন্দর নামকরণ করেছেন বিক্রান্ত। নাম দিয়েছেন ‘বরদান’। ইনস্টাগ্রাম পোস্ট করে তা জানিয়েছেন বিক্রান্ত। রয়েছে ছেলের ছবিও। স্ত্রী শীতল ঠাকুরকেও দেখা যায় সেই ছবিতে।

ভক্তদের উপর চিৎকার
বাদামী রঙের টি-শার্ট, ডেনিম জিনস এবং সোয়েটার গলায় ঝুলিয়ে বিমানবন্দরে আসতেই অভিনেতা নাসিরুদ্দিন শাহের কাছে এসেছিল সেলফি তোলার আবদার। আর তাতেই মারাত্মক রেগে গেলেন তিনি। চিৎকার করে বলতে লাগলেন, “খুব অন্যায় করেছেন। আমি বলছি আমার মন খারাপ। তা-ও কেন শুনছেন না?”

বিক্রান্তকে হাত খরচ দিতেন স্ত্রী
সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেতা বিক্রান্ত মাসে এক সময় ৩৫ লাখ টাকা রোজগার করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সিরিয়াল থেকে। কিন্তু সিনেমায় অভিনয় করবেন বলে সেই অফার তিনি ছেড়েছিলেন। সেই সময় স্ত্রী শীতল ঠাকুর দিতেন হাত খরচ, জানিয়েছেন ‘টুয়েলফথ ফেল’ অভিনেতা।

ফের কটাক্ষের মুখে শ্রীময়ী
অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককে আইনি বিয়ে করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি সেই বিয়ে করেন তাঁরা। আগামী ৬ মার্চ সামাজিক বিয়ে। তার আগেই মধুচন্দ্রিমায় কাঞ্চন-শ্রীময়ী। সেখান থেকে ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। সেই লাস্যময়ী ছবি দিতেই ট্রোলের মুখে অভিনেত্রী। নেটিজ়েনরা লিখেছেন, “এত রূপের আঁচ দিয়ে কী হবে? সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ।” একজন লিখেছেন, “সামনে বছরে আমরা যেন কাকা হতে পারি…।”

নৈনিতালে অপরাজিতা
এবারের জন্মদিনটা কলকাতায় ছিলেন না অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি ‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে অভিনয় করছেন অপরাজিতা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে অপরাজিতা লিখেছেন, “প্রতিবার জন্মদিনে আমি ঈশ্বরের সান্নিধ্যে থাকতে চাই। এবারও তেমনভাবেই চলে এসেছি নৈনিতালের কাচিতে। এখানে রয়েছে নিমকরলি বাবার আশ্রম। অনেকবারই ভেবেছি এই মন্দিরে আসব। কিন্তু আসা হচ্ছিল না। ৩-৪ বার চেষ্টা করেও আসতে পারিনি। কিন্তু এবার এই বিশেষ দিনে আসতে পেরেছি ভেবে খুব আনন্দ হচ্ছে।”

মধুপ্রিয়ার ক্রাশ কে?
‘তোমাদের রানী’ ধারাবাহিকে নায়িকার প্রিয় বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। জানিয়েছেন, তাঁর বুদ্ধিদীপ্ত পুরুষ পছন্দ। পুরুষের মগজাস্ত্রই যে তাঁর কাছে ‘সেক্সি’, তা স্পষ্ট করে দিয়েছেন মধুপ্রিয়া। ঘটনাচক্রে, মধুপ্রিয়ার ক্রাশ অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়।