AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singapore News: সুখের সিঙ্গাপুরে সর্বোচ্চ সুইসাইড

Singapore News: সুখের সিঙ্গাপুরে সর্বোচ্চ সুইসাইড

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2023 | 2:58 PM

Share

সুখের শহর সিঙ্গাপুরে বাড়ছে আত্মহননের প্রবণতা। স্বেচ্ছাসেবী সংগঠন সামারিটানস অফ সিঙ্গাপুরের দেওয়া তথ্য বলছে। ১০ থেকে ২৯ এবং ৭০ থেকে ৭৯ বয়সীরা আত্মহত্যা প্রবণ হয়ে উঠেছে।

সুখের শহর সিঙ্গাপুরে বাড়ছে আত্মহননের প্রবণতা। স্বেচ্ছাসেবী সংগঠন সামারিটানস অফ সিঙ্গাপুরের দেওয়া তথ্য বলছে। ১০ থেকে ২৯ এবং ৭০ থেকে ৭৯ বয়সীরা আত্মহত্যা প্রবণ হয়ে উঠেছে। ২০২২এ আত্মহননের পথ বেছে নিয়েছেন ৪৭৬ জন সিঙ্গাপুরবাসী। গত বাইশ বছরে এই সংখ্যা সর্বোচ্চ। ২০২১ এর তুলনায় আত্মহত্যা বেড়েছে ২৬%। ২০২১এ আত্মহত্যা করেন ৩৭৮ জন। ১০ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে শেষ ৪ বছরে আত্মহত্যা মৃত্যুর মুল কারণ। ৩৩.৬ % মারা গেছেন আত্মহত্যায়। ২০২১ এ ১১২ জন আত্মহত্যা করেন । ২০২২ এ ১০ থেকে ২৯ বছর বয়সী ১২৫ জন আত্মহত্যা করেন। ১১.৬ % বাড়ে আত্মহত্যা। ২০২১ এ ৭০ থেকে ৭৯ বয়সীদের আত্মহত্যার সংখ্যা ৩০। ২০২২ এ ৬০% বেড়ে তা হয় ৪৮। মানসিক স্বাস্থ্যের সমস্যা, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক চাপ। আত্মহত্যার কারণ বলে মনে করছেন সমাজকর্মীরা।