Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singer Miss Jojo: গায়িকা জোজোর ছেলেকে অপমান, তারপর...?

Singer Miss Jojo: গায়িকা জোজোর ছেলেকে অপমান, তারপর…?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Mar 01, 2024 | 12:14 AM

বছর চারেক আগে গায়িকা মিস জোজোর কোলে এসেছিল এক একরত্তি। কোঁকড়ানো চুল আর বড় চোখের সেই খুদের সঙ্গে জোজোর রক্তের সম্পর্ক না থাকলেও গড়ে উঠেছিল প্রাণের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আদি– জোজোর দত্তকসন্তান। সেই আদির গায়ের রঙ নিয়ে জনৈক ব্যক্তি কটাক্ষ করতেই গর্জে উঠলেন জোজো। বললেন, "জিভ টেনে এনে ছিঁড়ে দেব।"

মা হতে চলেছেন দীপিকা
তিন মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। প্রেগন্যান্ট হওয়ার খবর দীপিকা জানিয়েছেন লিপ ইয়ারে, অর্থাৎ বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি। আসন্ন সেপ্টেবরে অর্থাৎ ২০২৪-এর জন্মাবেই সন্তান। তখনই ডিউ ডেট, গোটা বলিউডই শুভেচ্ছা জানিয়েছেন দীপিকাকে।

সিদ্ধার্থের চমক
‘উরি’র পর আবারও ভারতীয় সেনার ভূমিকায় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ২৯ ফেব্রুয়ারি মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘যোদ্ধা’র ট্রেলার। যেখানে আরও দাপটের সঙ্গে দেখা গেল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। সাগর আম্বরে ও পুষ্কর ওঝা পরিচালিত এই ছবিতে অভিনয়ে থাকছেন, রাশি খান্না, দিশা পাটানি-সহ আরও অনেকে। ১৫ মার্চ ছবির মুক্তি।

সুস্মিতার সঙ্গে বিচারপতির বচসা
একটা সময় অবিবাহিত সুস্মিতা সেনকে সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশ্ন ওঠে আদালতে। বিচারপতি সুস্মিতাকে বলেছিলেন, “আপনি যদি এই সন্তানের দায়িত্ব নিতে অসফল হন, তাহলে তা হবে আপনার এবং আমার দু’জনেরই হার।” মিস ইউনিভার্সের বাবা বলেছিলেন, “বিয়ে যে জীবনের শেষ নয়, তা আমার মেয়েকে শিখিয়েছি। ফলে তাঁর সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত।”

ট্রোল্ড নোরা
কেরিয়ারের শুরু থেকেই বারাবর কটাক্ষের শিকার হয়েছেন বলিউডের হট ডিভা নোরা ফাতেহি। এবার পুরনো এক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্লাস্টিক সার্জারির প্রসঙ্গে ট্রোল্ড হলেন নোরা। কেউ লিখলেন, ৩০০টি অপারেশন করার আগে এরকম ছিলেন নোরা। আবার কেউ ব্যঙ্গ করে প্রশ্ন করলেন: চিনতে পারছেন? ইনি নোরা ফাতেহি।

দেবীর কীর্তি
বিপাশা বসুর ছোট্ট মেয়ে দেবী এখন বড় হচ্ছে আস্তে-আস্তে। ধীরে-ধীরে হাঁটতে শিখছে সে। হামাগুড়ি দিতে পারে সে। ‘জিম ফ্রিক’ মায়ের সঙ্গে এক্সারসাইজ়ও করছে দেবী। এবং Yoga Mat-এ লেখা অক্ষর পড়ার চেষ্টা করছে। দেবী মনে করে, সব ইংরেজি অক্ষরই তাঁর নাম। সম্প্রতি বাড়িতে এক্সারসাইজ় করছিলেন বিপাশা। সেই সময় দেবী এসে যোগা ম্যাটের অক্ষরগুলিতে ছোট্ট-ছোট্ট আঙুল বুলিয়ে নিজের নাম বলতে শুরু করে। বিপাশা মেয়েকে জড়িয়ে ধরে বলেন, “সব জায়গাতেই তুমি দেবী নামটা দেখতে পাচ্ছ…!”

আসছে ফেলুদা
সুখবর দিলেন টলিপাড়ার নয়া ফেলুদা টোটা রায়চৌধুরী। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আগামী ফেলুদা সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর কাজ শুরু হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় পর্দার ফেলুদা তাই লিখলেন, “উত্তেজনা আর প্রশমন করা গেল না রে তোপসে। এই দিনটা চার বছরে একবার আসে। আর এই মুহূর্তটা দেড় বছরে একবার। একটু লেখাপড়া করতে হবে। আর লালমোহনবাবুকে ফোন করে বলে দে, যেন মাফলার, মাঙ্কি ক্যাপ নিয়ে নেন। এবারেও কিন্তু পাহাড়ে।”

জোজোর ছেলেকে অপমান
বছর চারেক আগে গায়িকা মিস জোজোর কোলে এসেছিল এক একরত্তি। কোঁকড়ানো চুল আর বড় চোখের সেই খুদের সঙ্গে জোজোর রক্তের সম্পর্ক না থাকলেও গড়ে উঠেছিল প্রাণের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আদি– জোজোর দত্তকসন্তান। সেই আদির গায়ের রঙ নিয়ে জনৈক ব্যক্তি কটাক্ষ করতেই গর্জে উঠলেন জোজো। বললেন, “জিভ টেনে এনে ছিঁড়ে দেব।”

কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের কার্ড
বলেছিলেন, ছিমছাম ভাবে বিয়ে করবেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। কিন্তু বাস্তবে তা হচ্ছে না মোটেও। সামনে এল তাঁদের বিয়ের কার্ডও। ভাববেন না, সেই কার্ড নেহাতই সাধারণ। কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের কার্ডে রয়েছে বিশেষ চমক। গোটা কার্ড জুড়ে রয়েছে রাজকীয় ছোঁয়া। ছড়িয়ে রয়েছে আভিজাত্য। রয়েছে রাজা-রানির ছবি। গোটা কার্ডেই যেন রাজস্থানি ছোঁয়া।

মিল্টু ঘোষ প্রয়াত
প্রয়াত হলেন গীতিকার মিল্টু ঘোষ। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’ গানের গীতিকার তিনি। আজও কোজাগরী পুজোয় বাঙালির লক্ষ্মীবন্দনায় এই গান বাজে। তাঁর মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া।

Published on: Mar 01, 2024 12:04 AM