AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singer Prabhati Mukherjee: সঙ্গীতের প্রতি সোহাগ আর আদরে কেটে গেল ৬০টা বছর...

Singer Prabhati Mukherjee: সঙ্গীতের প্রতি সোহাগ আর আদরে কেটে গেল ৬০টা বছর…

আসাদ মল্লিক

|

Updated on: Apr 12, 2023 | 6:30 PM

Share

Singer Prabhati Mukherjee: সঙ্গীতের প্রতি সোহাগ আর আদরে কেটে গেল ৬০টা বছর...

সঙ্গীতের প্রতি সোহাগ আর আদরে কেটে গেল ৬০টা বছর। বরাবর সুন্দর করে সেজে সঙ্গীত পরিবেশন করতে বসেন প্রভাতী মুখোপাধ্যায়। কিন্তু স্মৃতির সরণী ধরে হাঁটতে হাঁটতে যখন প্রসঙ্গ ওঠে বড়ে গুলাম আলী খাঁ সাহেব কিংবা বেগম আখতারের তখন চোখের জল বাগ মানে না প্রভাতীর। কৃতজ্ঞতার আনন্দে,প্রাপ্তিতে আনন্দাশ্রু ঝরে। মনে পড়ে যায় ‘বাবা’ বড়ে গুলামের কাছে নাড়া বাঁধার মুহূর্ত। ৬০ বছর মানে প্রবীণতা? নাকি সঙ্গীতের প্রবীণ প্রেমিকা স্মৃতির গহনে দিয়ে ডুব কণ্ঠে ছুঁলেন কোমল, কড়ি আর শুদ্ধ স্বরসপ্তক।