SIR in West Bengal: ২৫ নভেম্বর লাস্ট ডেট, SIR-র এই কাজ শেষ করতেই হবে…
SIR in West Bengal Update: দ্রুত ডিজিটাইজেশনের কাজ শেষ করতে চাইছে কমিশন। এর আগে এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রেও সময় এগিয়ে দেওয়া হয়েছিল। ১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিলির কাজ শেষ করতে বলা হয়েছিল। পরে বিএলও-দের চাপাচাপিতে সেই সময়সীমা বাড়ানো হয়। এবার ভোটারদের তথ্য আপলোডের ক্ষেত্রেও সময় বেঁধে দিল নির্বাচন কমিশন।
এসআইআর নিয়ে বড় আপডেট। এনুমারেশন ফর্ম বিলির পর সংগ্রহ প্রক্রিয়া চলছে। এর মধ্যেই বিরাট চাপে বিএলও-রা। ৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই তাদের অ্যাপে ভোটারদের তথ্য তোলার কাজ শেষ করতে হবে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পরই জানাল নির্বাচন কমিশন। দ্রুত ডিজিটাইজেশনের কাজ শেষ করতে চাইছে কমিশন। এর আগে এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রেও সময় এগিয়ে দেওয়া হয়েছিল। ১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিলির কাজ শেষ করতে বলা হয়েছিল। পরে বিএলও-দের চাপাচাপিতে সেই সময়সীমা বাড়ানো হয়। এবার ভোটারদের তথ্য আপলোডের ক্ষেত্রেও সময় বেঁধে দিল নির্বাচন কমিশন।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
