AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপির BLA-2-কে মেরে সরিয়ে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

বিজেপির BLA-2-কে মেরে সরিয়ে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 08, 2025 | 6:48 PM

Share

SIR Controversy: সরকারি নিয়ম অনুযায়ী বিএলও(BLO) এর সঙ্গে রাজনৈতিক দলের বিএলএ-২ (BLA 2)-রা থাকবেন। নিয়মমাফিক বিএলও(BLO)-র সঙ্গে তৃণমূল এবং বিজেপির বিএলএ-২-রা বাড়ি বাড়ি যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপির বিএলএ-২ প্রদীপ কুমার দাসকে মারধর করে, এমনকী, প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।

SIR-র এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপির বিএলএ-২। মিনাখার  আটপুকুর পঞ্চায়েতের ১২৫ নম্বর বুথের বিএলও-র সঙ্গে গিয়েছিলেন বিজেপির বিএলএ-২ প্রদীপ কুমার দাস। তাঁকে  মারধর করে সরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী বিএলও(BLO) এর সঙ্গে রাজনৈতিক দলের বিএলএ-২ (BLA 2)-রা থাকবেন। নিয়মমাফিক বিএলও(BLO)-র সঙ্গে তৃণমূল এবং বিজেপির বিএলএ-২-রা বাড়ি বাড়ি যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপির বিএলএ-২ প্রদীপ কুমার দাসকে মারধর করে, এমনকী, প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বিএলও-র সঙ্গে তিনি কোনওভাবে যেতে পারবেন না বলা হয়। যদিও এই বিষয়ে বিএলও  বলেন, “আমি কিছু জানি না, আমার সামনে হয়নি।”