বিডিও অফিসের ভিতরে এটা কী হচ্ছে? ক্যামেরা দেখেই পাঁইপাঁই করে ছুট

|

Nov 22, 2025 | 8:20 PM

SIR in West Bengal: র্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে এসআইআরের ডেটা এন্ট্রির কাজ একমাত্র স্থায়ী কর্মীরাই করতে পারবেন। অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না। ধূপগুড়ির বিডিও অফিসে সেই নিয়ম অমান্য করেই কাজ চলছে। অস্থায়ী কর্মীরা নিজেরাই স্বীকার করেছেন এই নিয়মভঙ্গের কথা। 

কমিশনের নিয়মকে থোড়াই কেয়ার। এসআইআরে চরম বেনিয়ম। খোদ বিডিও অফিসে এসআইআরের ডেটা এন্ট্রি করছেন অস্থায়ী কর্মীরা। টিভি৯ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই বেনিয়ম। আর ধরা পড়তেই ছুট। নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। প্রসঙ্গত, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে এসআইআরের ডেটা এন্ট্রির কাজ একমাত্র স্থায়ী কর্মীরাই করতে পারবেন। অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না। ধূপগুড়ির বিডিও অফিসে সেই নিয়ম অমান্য করেই কাজ চলছে। অস্থায়ী কর্মীরা নিজেরাই স্বীকার করেছেন এই নিয়মভঙ্গের কথা।