SIR: যেখান সেখান থেকে বিলি করা যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানাল কমিশন
SIR: কোথাও আবার বাড়ি বাড়ি নয় ক্লাসরুমে বসেই কাজ সারতে দেখা যায় বিএলও-কে। স্কুলের মধ্যেই বিলি হল এনুমারেশন ফর্ম। এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই নির্বাচন কমিশন যে চরম ক্ষুদ্ধ তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল।
কলকাতা: এসআইআরের মূল পর্বের কাজ শুরু হতেই তা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। বিতর্ক, তরজা সবই চলছে পুরোদমে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও-রা। তবে সেই ক্ষেত্রেও উঠছে নানাবিধ অভিযোগ। কোথাও শোনা যাচ্ছে বাড়িতে নয়, রাস্তায় ফর্ম বিলি করছেন বিএলও-রা। কোথাও আবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগও উঠেছে। কোথাও আবার বাড়ি বাড়ি নয় ক্লাসরুমে বসেই কাজ সারতে দেখা যায় বিএলও-কে। স্কুলের মধ্যেই বিলি হল এনুমারেশন ফর্ম। এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই নির্বাচন কমিশন যে চরম ক্ষুদ্ধ তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল।
Published on: Nov 07, 2025 11:36 PM
