১১ ডিসেম্বরের পর ফর্ম জমা দিলে কী হবে?
একগুচ্ছ নির্দেশে বলা হয়েছে, মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করা হবে। জন্ম-মৃত্যুর তথ্য নিতে হবে। মৃতদের বাতিল হওয়া রেশন কার্ড থেকেও তথ্য নিতে হবে। ইআরও-দের এই তথ্য যাচাই করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যদি বিএলও ভুল এন্ট্রি করে থাকে, সেটাও সংশোধন করতে হবে।
কমিশনের নির্দেশ, ২ ডিসেম্বরের মধ্যে কাছে থাকা সব এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে বিএলও-দের। পরে যে সব ফর্ম আসবে সেগুলি সেদিনই আপলোড করতে হবে। ২ ডিসেম্বরের পরে জমা পড়ে থাকা কোনও এনুমারেশন ফর্ম গ্রহণ করা হবে না। এছাড়াও বলা হয়েছে, ১১ ডিসেম্বরের পরে কোনও বাড়ি থেকে ফর্ম জমা নেওয়া হলে, অ্যাপে সেগুলি uncollectable বা অসংগ্রহযোগ্য হিসেবে দেখানো হবে। যে সব ভোটার দাবি করেছেন যে তাঁরা নিজেরাই পরিবারের প্রধান। ২০০২ সালে তাঁদের বয়স ৬০ বা তার বেশি ছিল কি না, তা যাচাই করতে হবে।
Latest Videos

