বাবা-মেয়ের বয়সের পার্থক্য ৫০ বছর, আবার রাকিবার বাবা ১৫ বছরের বড়! বাড়িতে এল নোটিস
SIR Notice: বয়সের গরমিলে শুনানির নোটিশ পেয়ে অবাক জোসনারা বেগম। বাবা-মেয়ের বয়সের পার্থক্য ৫০ বছর- এই মর্মে নোটিস পাঠানোয় হয়রানির শিকার চন্ডিতলার কুমিরমোড়া এলাকার বাসিন্দা জোসনারা বেগম। আবার রাকিবা বেগম ও তাঁর বাবার বয়সের পার্থক্য ১৫ বছর দেখিয়ে নোটিস পাঠানো হয়েছে, যেখানে ভোটার কার্ড অনুযায়ী বয়সের পার্থক্য ৩২ বছর।
বয়সের গরমিলে শুনানির নোটিশ পেয়ে অবাক জোসনারা বেগম। বাবা-মেয়ের বয়সের পার্থক্য ৫০ বছর- এই মর্মে নোটিস পাঠানোয় হয়রানির শিকার চন্ডিতলার কুমিরমোড়া এলাকার বাসিন্দা জোসনারা বেগম। আবার রাকিবা বেগম ও তাঁর বাবার বয়সের পার্থক্য ১৫ বছর দেখিয়ে নোটিস পাঠানো হয়েছে, যেখানে ভোটার কার্ড অনুযায়ী বয়সের পার্থক্য ৩২ বছর।
নির্বাচন কমিশনের নোটিস অনুযায়ী, জোসনারা বেগম ও তার পিতা গোলাম অশ্বিয়া মল্লিকের বয়সের মধ্যে ফারাফ মাত্র ১৫ বছর। চন্ডিতলার কুমিরমোড়া এলাকার বাসিন্দা জোসনারা, ১৩৭ নং বুথের ভোটার তিনি। স্বামী মারা গিয়েছেন, বাবাও মারা গিয়েছেন। বর্তমানে জোসনারা বেগমের বয়স ৩৬ বছর। তাঁর বাবার ভোটার কার্ড অনুযায়ী বর্তমানে বয়স হওয়ার কথা ৭০ বছরের উপর। আগামী ১৮ তারিখ ডাকা হয়েছে শুনানিতে।
