Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Size Human Brain: ছোট হচ্ছে ব্রেন, কীভাবে রুখবেন?

Size Human Brain: ছোট হচ্ছে ব্রেন, কীভাবে রুখবেন?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 05, 2023 | 4:44 PM

রোজ শক্তিশালী হচ্ছে এআই । রোজ জানা যাচ্ছে নতুন নতুন ক্ষেত্রে তার সম্ভাবনা। কিন্তু তারই মধ্যে প্রকাশ্যে এল একটি তথ্য। ছোট হচ্ছে মানুষের মস্তিষ্ক। সাইজ কমছে ব্রেনের। বিজ্ঞানীরা বলছেন শুরুটা হয়েছে দীর্ঘদিন।

রোজ শক্তিশালী হচ্ছে এআই । রোজ জানা যাচ্ছে নতুন নতুন ক্ষেত্রে তার সম্ভাবনা। কিন্তু তারই মধ্যে প্রকাশ্যে এল একটি তথ্য। ছোট হচ্ছে মানুষের মস্তিষ্ক। সাইজ কমছে ব্রেনের। বিজ্ঞানীরা বলছেন শুরুটা হয়েছে দীর্ঘদিন। বর্তমানে মানুষের মস্তিষ্কের আকার পূর্বসূরিদের চেয়ে ১৭% ছোট হয়েছে। ১৯৭০ থেকে মানুষের আইকিউ বা বুদ্ধিমত্তা কমতে শুরু করেছে। মানুষ যতই প্রযুক্তি নির্ভর হয়েছে ততই কমেছে আইকিউ। মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে কাজ করা ব্রিটেনের আইবিসিএইচএন দিচ্ছে এক মারাত্মক সতর্কতা। তাদের মতে গত ৫০ বছরে হুহু করে কমেছে মানুষের মস্তিষ্কে ধুসর কোষের সংখ্যা। ফলে ছোট হচ্ছে মানুষের মস্তিষ্ক। এরকম চললে নিশ্চিহ্ন হয়ে যাবে হোমো স্যাপিয়েন্স বা মানুষ প্রজাতিটাই।

বিজ্ঞানীদের মতে মস্তিষ্কের পুষ্টির উপযুক্ত খাবার খাচ্ছে না আধুনিক মানুষ। তাতেই বিপত্তি। কোথায় পাওয়া যায় মস্তিষ্কের জন্য পুষ্টিকর খাবার? বিজ্ঞানীরা বলছেন সামুদ্রিক তৈলাক্ত মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাতেই রোখা যাবে মস্তিষ্কের ছোট হওয়া। গর্ভবতী মায়েদেরও খেতে হবে এইসব মাছ। শিশুকে স্তন্যপান করাতে হবে। তবেই রোখা যাবে মস্তিষ্কের ছোট হওয়া। নয়ত নিশ্চিহ্ন হওয়াই একমাত্র পথ।