Smallest Smartphone: মুঠোয় ধরে, ক্ষুদ্রতম ফোন!
মুঠোর মধ্যে লুকিয়ে পড়ে এই ফোন। ক্রেডিট কার্ডের মাপে এই ফোন। AA ব্যাটারি বা একটা গীটারের প্লেকট্রামের পাশে দিব্বি মানানসই এই ফোন। ইউনিহার্জ লঞ্চ করেছে বিশ্বের ক্ষুদ্রতম ফোন। এই ফোন জেলি স্টার।
মুঠোর মধ্যে লুকিয়ে পড়ে এই ফোন। ক্রেডিট কার্ডের মাপে এই ফোন। AA ব্যাটারি বা একটা গীটারের প্লেকট্রামের পাশে দিব্বি মানানসই এই ফোন। ইউনিহার্জ লঞ্চ করেছে বিশ্বের ক্ষুদ্রতম ফোন। এই ফোন জেলি স্টার। নাথিং ফোনের মতোই এই ফোনেরও স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট ডিজাইন। দেখে নিন এই ফোনের বিশেষত্ব। অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ১৩। MediaTek Helio G-99 অক্টাকোর প্রসেসর। ফোনটির ডিসপ্লের মাপ ৩ ইঞ্চি। ফোনটিতে আছে ৪৮ মেগা পিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির র্যাম ৮জিবি। স্টোরেজ ২৫৬ জিবি। ২০০০ mAh ব্যাটারি। একবার চার্জে ফোনটি চলবে একদিন। ভারতীয় মুদ্রায় ফোনটির দাম ১৭,০০০ টাকা। আপাতত শুধু হংকং এ বিক্রি হচ্ছে জেলি স্টার। শোনা যাচ্ছে অক্টোবর থেকে পাওয়া যাবে এই ফোন।
Latest Videos