Smart Pant: প্যান্টের চেন খোলা? ফোনে আসবে নোটিফিকেশন!
প্রত্যেক দিনই নতুন নতুন প্রযুক্তি আসছে। এবার জিনিসের প্যান্টও স্মার্ট হয়ে যাচ্ছে। গ্যাজেটের সঙ্গে সমান তালে স্মার্ট হচ্ছে পোশাকও। এবার এমন প্যান্ট এসেছে যা দেখলে আপনি চমকে যাবেন। আপনার প্যান্টের চেন খোলা থাকলেই পাবেন নোটিফিকেশন।
প্রত্যেক দিনই নতুন নতুন প্রযুক্তি আসছে। এবার জিনিসের প্যান্টও স্মার্ট হয়ে যাচ্ছে। গ্যাজেটের সঙ্গে সমান তালে স্মার্ট হচ্ছে পোশাকও। এবার এমন প্যান্ট এসেছে যা দেখলে আপনি চমকে যাবেন। আপনার প্যান্টের চেন খোলা থাকলেই পাবেন নোটিফিকেশন। গাই ডুপন্ট শেয়ার করেছেন স্মার্ট প্যান্ট নিয়ে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে প্যান্টের চেন খোলা থাকলেই আপনি জানতে পারবেন। চলে আসবে মোবাইলে পুশ নোটিফিকেশন। কীভাবে কাজ করবে এই স্মার্ট প্যান্ট? এই স্মার্ট প্যান্টে আছে ইফেক্ট সেন্সর। জিপারের সঙ্গে লাগানো আছে চুম্বক। এই চুম্বকের সঙ্গে কানেক্ট করা আছে ESP-32-এর সঙ্গে। জিপ খুললেই অন হয়ে যাবে ইফেক্ট সেন্সর। তারপর নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। কতক্ষণের জন্য জিপ খোলা আছে সেই তথ্যও আপনার ফোনে চলে আসবে। এই প্যান্টটি ধোয়া যাবে না সাধারণ প্যান্টটের মতো।
Published on: Jun 02, 2023 05:25 PM
Latest Videos