Snake News: এই দেশে নেই একটিও সাপ

Snake News: এই দেশে নেই একটিও সাপ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 5:35 PM

বিশ্বের বিভিন্ন জায়গাতে নানা প্রজাতির সাপ দেখা যায়। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে কোনও সাপ খুঁজে পাবেন না। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। আয়ারল্যান্ডে কোথাও সাপ পাবেন না। সাপ না থাকার কারণ কি জানেন?

বিশ্বের বিভিন্ন জায়গাতে নানা প্রজাতির সাপ দেখা যায়। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে কোনও সাপ খুঁজে পাবেন না। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। আয়ারল্যান্ডে কোথাও সাপ পাবেন না। সাপ না থাকার কারণ কি জানেন? সেখানে সাপ না থাকার কারণ জানলে অবাক হবেন। কথিত আছে এক ধর্মগুরু সব সাপকে একসঙ্গে জড়ো করেছিলেন। তারপর সেই সাপগুলোকে তিনি ফেলে দিয়েছিলেন সমুদ্রে । ৪০ দিন ধরে এই কাজটি তিনি করেছিলেন। সেই ধর্মগুরু উপোস করেছিলেন ৪০ দিন। বিজ্ঞানীদের দাবি, আয়ারল্যান্ডে কখনও সাপ ছিল না। শোনা যায়, আয়ারল্যান্ডে আগে সাপ ছিল। খুব ঠান্ডার কারণে সেই সাপগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল।নিউজিল্যান্ডেও সাপ দেখতে পাবেন না। আয়ারল্যান্ড দেশে আছে বিশ্বের প্রাচীনতম বার। সেই বার প্রায় ৯০০ বছর আগে তৈরি হয়েছিল। এই বারের নাম শন’স্ বার।