Bangaon News: সাতসকালে ছিনতাই!

প্রাতঃভ্রমণে বেরিয়েছিল বৃদ্ধ ৷ জনবহুল রাস্তায় ভরাবাজারের পাশে সেই বৃদ্ধকে ভয় দেখিয়ে আংটি ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ৷ বুধবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে, বনগাঁ থানার মতিগঞ্জ নেতাজি মার্কেট এলাকায় যশোর রোডের পাশে৷ বৃদ্ধর নাম গোপাল ঘোষ।

Bangaon News: সাতসকালে ছিনতাই!
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 8:32 PM

প্রাতঃভ্রমণে বেরিয়েছিল বৃদ্ধ ৷ জনবহুল রাস্তায় ভরাবাজারের পাশে সেই বৃদ্ধকে ভয় দেখিয়ে আংটি ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ৷ বুধবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে, বনগাঁ থানার মতিগঞ্জ নেতাজি মার্কেট এলাকায় যশোর রোডের পাশে৷ বৃদ্ধর নাম গোপাল ঘোষ। তিনি থাকেন মতিগঞ্জ জ্ঞান বিকাশিনি মাঠ সংলগ্ন এলাকায়৷ আতঙ্কিত গোপলা বাবু বাড়িতে গিয়ে ঘটনা কথা জানালে থানার দারস্ত হয়েছে ওই পরিবার। গোপালবাবু ও তার পরিবারের লোকেরা জানিয়েছেন দৈনিক সকালে তিনি এলাকায় প্রাতঃভ্রমনে যান৷ বাড়ির আশপাশের এলাকা ও মতিগঞ্জ হাট ঘুরে তিনি বাড়ি ফেরেন৷

এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে নেতাজি মার্কেটের পাশ থেকে যাওয়ার সময় রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে এক ব্যক্তি তাকে ডাকে৷ ওই বাইকের সঙ্গে তার সঙ্গে কথা বলতেই আরো দুজন বাইক নিয়ে চলে আসে৷ অভিযোগ এর পরেই ওই তিনজন গুলি করে দেব বলে ভয় দেখিয়ে হাতের আংটি খুলতে বলে৷ তারা জোর করে আংটি খুলে নেয়৷ চিৎকার চেঁচামেচি না করে সোজা বাড়ি চলে যেতে বলে দুষ্কৃতীরা৷ এরপরই আতঙ্কিত বৃদ্ধ বাড়িতে চলে যায় ৷ গোপাল বাবু বলেন আমার ৫০ হাজার টাকার আংটি নিয়েছে৷ কিন্তু এভাবে দিনের বেলায় যদি এমন ঘটনা ঘটে বয়স্ক মানুষের নিরাপত্তা কোথায়৷ প্রশাসনের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তার ছেলে।

Follow Us: