Hair Problem Solution: টাকে ফিরবে চুল?
এক ঢাল কালো লম্বা চুলের জন্য কত সাধ্য সাধনাই না করেছেন। দামি দামি শ্যাম্পু, প্যাক লাগিয়েও কোনও উপকার পাননি। তবে জানেন কি আপনার হাতের কাছেই রয়েছে এক ভেষজ যার স্পর্শে ফিরবে চুলের হাল।
এক ঢাল কালো লম্বা চুলের জন্য কত সাধ্য সাধনাই না করেছেন। দামি দামি শ্যাম্পু, প্যাক লাগিয়েও কোনও উপকার পাননি। তবে জানেন কি আপনার হাতের কাছেই রয়েছে এক ভেষজ যার স্পর্শে ফিরবে চুলের হাল। গবেষণা বলছে পুদিনা চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। পিপারমিন্টে চুল বাড়ে দেখার মতো। চুলের ঘনত্ব বাড়ে, খুশকি কমে। পুদিনা পাতা বেটে মাথায় দিলে উপকার পাওয়া যায়। চুলের গোড়ায় মিন্ট অয়েল মালিশ করলে হাতেনাতে ফল পাওয়া যায়। টক্সিকোলজিকাল রিসার্চ বলে। পিপারমিন্ট অয়েল চুলের বৃদ্ধিতে কার্যকর। পুদিনার মেন্থল মাথায় রক্ত সঞ্চালন বাড়ায়। অক্সিজেন পরিবহন ভাল হয়। এতে চুলের বৃদ্ধি হয়। স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল রাখে পিপারমিন্ট অয়েল। তবে পিপারমেন্ট অয়েলের সঙ্গে মেশাতে হবে নারকেল তেল। অতিরিক্ত পিপারমেন্ট অয়েলে স্ক্যাল্পের ক্ষতি হয়।
Latest Videos