Kasba: স্কুল থেকেই তৃণমূলে আস্থা ছেলের, জানালেন অভিযুক্তের বাবা
কসবার ল’ কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের পরিবারও চরম অস্বস্তিতে। অভিযুক্ত যুবকের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে স্কুলজীবন থেকেই তৃণমূলের প্রতি আস্থা রেখে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি পড়াশোনাতেও ভালো ছিল ছেলে, দাবি তাঁর। কিন্তু এখন ছেলের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগে তাঁরা কার্যত স্তব্ধ। পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন […]
কসবার ল’ কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের পরিবারও চরম অস্বস্তিতে। অভিযুক্ত যুবকের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে স্কুলজীবন থেকেই তৃণমূলের প্রতি আস্থা রেখে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি পড়াশোনাতেও ভালো ছিল ছেলে, দাবি তাঁর। কিন্তু এখন ছেলের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগে তাঁরা কার্যত স্তব্ধ। পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানান, “তদন্ত হোক, আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। ছেলে দোষী হলে আইনের পথেই বিচার হোক। তবে আশা করি সত্যটা বেরিয়ে আসবে।”
প্রসঙ্গত, ২৫ জুন সন্ধ্যাবেলায় কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় কলেজের প্রাক্তন ছাত্র সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার নৃশংসতায় কেঁপে উঠেছে শহর। কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
আর কী বললেন অভিযুক্তের বাবা? দেখুন ভিডিয়ো।