Kalna Missing News: চাকরি খুইয়েও বাবার জন্য দোরে দোরে ছেলে

Kalna Missing News: চাকরি খুইয়েও বাবার জন্য দোরে দোরে ছেলে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Nov 13, 2023 | 7:54 PM

আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ বাবা। পরিচিত ও আত্মীয়দের বাড়িতে হন্যে হয়ে খোঁজ করেও মেলেনি বাবার খোঁজ।লাভ হয়নি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও।কোন ভাবেই বাবার খোঁজ না মেলায় দের বছর ধরে বাবার ছবি হাতে পথে পথে ঘুরছে ছেলে। বাবাকে খুঁজতে চাকরী খুইয়েছে ছেলে।তবুও বাবাকে খুঁজতে প্রতিদিন সকালে বেরিয়ে রাত্রে বাড়ি ফেরা দৈনন্দিন রুটিন কালনার শ্বাসপুরের […]

আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ বাবা। পরিচিত ও আত্মীয়দের বাড়িতে হন্যে হয়ে খোঁজ করেও মেলেনি বাবার খোঁজ।লাভ হয়নি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও।কোন ভাবেই বাবার খোঁজ না মেলায় দের বছর ধরে বাবার ছবি হাতে পথে পথে ঘুরছে ছেলে।

বাবাকে খুঁজতে চাকরী খুইয়েছে ছেলে।তবুও বাবাকে খুঁজতে প্রতিদিন সকালে বেরিয়ে রাত্রে বাড়ি ফেরা দৈনন্দিন রুটিন কালনার শ্বাসপুরের মোল্লা পাড়ার ছেলে প্রশান্ত সরকারের।রাজ্যের বিভিন্ন জেলা ও জেলার হাসপাতালে বাবার খোঁজে পৌঁছে গেছেন।রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও গিয়ে মেলেনি খোঁজ।বাবার ছবি দেওয়া পোস্টার দিয়েছেন।তবুও হাল ছাড়েনি ছেলে।এখনো বিভিন্ন শহর ছাড়িয়ে গ্রাম গঞ্জে হন্যে হয়ে বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে।

জানা গেছে,বাবা জগবন্ধু সরকার,বয়স 70 বছর।রাজ্য ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে রিটায়ার্ড করেছেন।ছেলে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল।2022 সালের জুলাই মাসের 6 তারিখে নদীয়ার শান্তিপুরে এক নিকট আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় থেকেই নিখোঁজ বাবা জগবন্ধু সরকার।পরিবারের অভিযোগ জগবন্ধু সরকারের শালার রহস্যজনক মৃত্যুর পর তার সম্পত্তিগত কারনেই তাকে খুন হতে হয়েছে বা কোন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে।সন্দেহের তালিকায় থাকা কয়েকজনের নামে থানায় অভিযোগ জানানো হয়েছে। পরিবারের দাবি সুস্থ ভাবে ফিরে আসুক বাবা জগবন্ধু সরকার, বা তার সঙ্গে কোন খারাপ কিছু ঘটে থাকলে তা প্রকাশ হোক।