Kishore Kumar News: প্রেমে ব্যর্থ কিশোর কুমার?

Kishore Kumar News: প্রেমে ব্যর্থ কিশোর কুমার?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 20, 2023 | 12:41 PM

কিশোর কুমারের প্রেমের গানে উত্তাল নানা প্রজন্ম। কিন্তু ব্যক্তিগত জীবনে প্রেম পাননি আভাস কুমার গঙ্গোপাধ্যায়। টলিউড বলিউডের সুপার সিঙ্গারের জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটেছে বারেবারে। মোট ৪ বার ছাদনাতলায় যান কিশোর কুমার।

কিশোর কুমারের প্রেমের গানে উত্তাল নানা প্রজন্ম। কিন্তু ব্যক্তিগত জীবনে প্রেম পাননি আভাস কুমার গঙ্গোপাধ্যায়। টলিউড বলিউডের সুপার সিঙ্গারের জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটেছে বারেবারে। মোট ৪ বার ছাদনাতলায় যান কিশোর কুমার। ১৯৫০ এ কিশোর কুমারের বিয়ে হয় রুমা গুহ ঠাকুরতার সঙ্গে। ১৯৫২এ জন্ম হয় পুত্র অমিত কুমারের। রুমা ছিলেন অভিনেত্রী, গায়িকা ও সমাজকর্মী। মতের অমিলে কিশোর রুমার বিচ্ছেদ হয় ১৯৫৮ এ। ১৯৬০ এ কিশোর বিয়ে করেন মধুবালাকে। দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে কিশোর মধুবালার সম্পর্ক শুরু। হৃদরোগে ভুগে ৯ বছর অসুস্থ ছিলেন মধুবালা। পাশে ছিলেন কিশোর। ১৯৬৯ এ মধুবালার প্রয়াণ হয়। কিশোরের তৃতীয় প্রেম যোগিতা বালি। যোগিতা বালিকে নিয়ে ঠাণ্ডা লড়াই শুরু হয় মিঠুন চক্রবর্তী ও কিশোর কুমারের। মিঠুনের লিপে গান গাওয়া বন্ধ করেন কিশোর। ১৯৭৮এ যোগিতা বালির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় কিশোরের। গোয়ার মুখ্যমন্ত্রীর স্ত্রী ছিলেন লীনা চন্দ্রভারকর। মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ বন্দোকরের প্রয়াণের পর লীনার সঙ্গে কিশোরের বিয়ে হয়। ১৯৮৭ র ১৩ অক্টোবর কিশোর কুমারের মৃত্যু পর্যন্ত ৪র্থ স্ত্রী লীনার সঙ্গেই ছিলেন কিশোর কুমার।