Sourav Chakraborty-Madhumita Sarkar: প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে ডেটে মধুমিতা সরকার?

Sourav Chakraborty-Madhumita Sarkar: প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে ডেটে মধুমিতা সরকার?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jan 08, 2024 | 11:38 PM

প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে কি ডেটে যাবেন অভিনেত্রী মধুমিতা সরকার? মধুমিতা জানিয়েছেন, তিনি যাবেন। সেই সঙ্গে ডেটে যাওয়ার সংজ্ঞাও বলেছেন অভিনেত্রী। মধুমিতার কাছে ডেটে যাওয়া মানে নতুন-নতুন মানুষের সঙ্গে দেখা করা। রোম্যান্স করা নয়।

বিপত্তিতে সলমন
দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ৪ জানুয়ারি সলমন খানের ফার্ম হাউসে প্রবেশের চেষ্টা করে। পুলিশের বয়ান অনুযায়ী, তারা ভিনরাজ্য থেকে এসেছে। তাঁদের পরিচয়পত্রও ভুয়ো। ভাইজানের নিরাপত্তার কথা ভেবে দু’জনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্বস্তিতে ‘পুষ্পা’ ভক্তরা
মাঝে শোনা গিয়েছিল, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করছেন না রশ্মিকা মন্দানা। আল্লু অর্জুনের ছবি নাকি মাঝপথেই ছেড়েছেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ পড়ে ভক্তদের কপালে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার রশ্মিকা জানিয়ে দিলেন, তিনি ছবি ছাড়ছেন না। এমন কোনও কথাও তিনি বলেননি।

ফেব্রুয়ারিতে বাগদান?
বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা। এবার সূত্র জানাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বাগদান সেরে ফেলবেন তাঁরা। তবে সব কিছুই হবে খুব গোপনে। পাঁচকান না হওয়ার মরিয়া চেষ্টায় সকলেই।

রাহার কারণে বড় বদল রণবীরের
কন্যা রাহাই এখন অভিনেতা রণবীর কাপুরের জীবনের ধ্যানজ্ঞান। তাঁকে ঘিরেই জীবন সাজাচ্ছেন অভিনেতা। ফলে সুস্থ জীবনের জন্য কিছু জিনিস ত্যাগ করেছেন রণবীর। মদ্যপান, সিগারেট খাওয়া তো বটেই। মাছ-মাংসও খাওয়া ছেড়েছেন তিনি।

‘কেউ আসবেন না’
পর পর দুই কনসার্টে বিপত্তির মুখে পড়তে হয় রূপম ইসলামকে। দমদম থেকে মধ্যমগ্রাম, শ্রোতাদের ভিড় দেখে সকলেরই চোখ কপালে। মাঝপথে হয় থামাতে হয় গান, নয়তো লাঠি চার্জ। এবার সোশ্যাল মিডিয়ায় রূপম স্পষ্ট জানিয়ে দিলেন, ‘কেউ আসবেন না’। লিখলেন, ‘প্রবেশ অবাধ। অতএব ভিড় হতে পারে, অতএব চোট লাগতে পারে, ক্ষতি হতে পারে, কেউ আসবেন না।’

প্রাক্তন স্বামীর সঙ্গে মধুমিতার ডেট!
প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে কি ডেটে যাবেন অভিনেত্রী মধুমিতা সরকার? মধুমিতা জানিয়েছেন, তিনি যাবেন। সেই সঙ্গে ডেটে যাওয়ার সংজ্ঞাও বলেছেন অভিনেত্রী। মধুমিতার কাছে ডেটে যাওয়া মানে নতুন-নতুন মানুষের সঙ্গে দেখা করা। রোম্যান্স করা নয়।

পুরনো স্মৃতি হাতড়ালেন বিদীপ্তা
তাঁর সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন মৃত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ‘কুসুম দোলা’ ধারাবাহিকের দৃশ্য সেটি। সেই ভিডিয়োটি শেয়ার করেছেন বিদীপ্তা। এবং ক্যাপশনে লিখেছেন, “পুরনো কাজ। ভাল লাগার কাজ। এর মধ্যে তিনজন আর নেই। সন্তুমামু, গৌতমদা আর মিঠুদা… মন খারাপ হয়ে যায়…।” ঘটনাচক্রে অভিনেতা সন্তু মুখোপাধ্যায় এবং গৌতম দে-ও এই পৃথিবীতে আর নেই।

দেবচন্দ্রিমার নতুন সিরিজ
দুরন্ত রণ আর শান্তশিষ্ট মিতুল ভীষণ ভালবাসে একে-অপরকে। এই প্রেমে হিংসা নেই, মারামারি নেই, ধর্মীয় মেরুকরণ নেই, জাতিবিদ্বেষ নেই। বন্দুকের বদলে আছে গোলাপ। তবুও সে প্রেম পরিণতি পায় না। কেন? তা নিয়েই অরিজিৎ চক্রবর্তীর আগামী সিরিজ ‘প্রেমে পড়া বারণ’। মুখ্য ভূমিকায় অনিন্দ্য সেনগুপ্ত এবং দেবচন্দ্রিমা সিংহরায়।

নতুন ফ্ল্যাট
বিয়ের পর নতুন ফ্ল্যাট কিনেছেন দর্শনা বণিক ও সৌরভ দাস। ফ্ল্যাটের নাম দিয়েছেন ‘প্রথমা’। সেই ফ্ল্যাটের অন্দরমহল দেখলে চোখ ঘুরে যাবে। অত্যাধুনিক প্রযুক্তি, ঝাঁ চকচকে আসবাব থেকে মডিউলার কিচেন—কী নেই সেই সেখানে? আর সেই স্বপ্নপুরীতেই নিজেদের নতুন জীবন শুরু করেছেন ওঁরা।

Published on: Jan 08, 2024 11:36 PM