Sourav Das: সৌরভ দাসের ব্যাচেলার্স পার্টিতে যা হল…
১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাসের বিয়ে। বিয়ের আগে হয়ে গেল ব্যাচেলার্স পার্টি। তাতে মাথায় টোপর পরে 'অ্যানিম্যাল' ছবির 'জামাল কুডু' গানের সঙ্গে নেচেছেন সৌরভ এবং ভাইরাল হয়েছেন।
পরিবারই দেয় আইডিয়া
‘অ্যানিম্যাল’ ছবিতে ‘জামাল কুডু’ গানের সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন ছবির নির্বাক ভিলেন ববি দেওল। কে ছিল এই গানের কোরিওগ্রাফার জানেন? গানটির আইডিয়া তিনি পেয়েছিলেন পরিবারের কাছ থেকেই। ছোটবেলায় এভাবেই নাকি পরিবারের বাকিদের সঙ্গে নাচতেন তিনি। তাই ছবিতে গানের ছন্দেও এভাবেই নেচেছিলেন তিনি।
বৈষ্ণদেবীতে পুজো
‘পাঠান’ মুক্তির আগে এই ছবি প্রথম দেখা গিয়েছিল: বৈষ্ণদেবীতে মধ্যরাতে পুজো দিয়েছিলেন শাহরুখ খান। প্রার্থনা: কামব্যাক ছবি যেন ভাল চলে। তারপর বাকিটা ইতিহাস। ফলে ‘জওয়ান’ ছবি মুক্তির আগেও একই কাজ করেছিলেন শাহরুখ। এবার বছরের তৃতীয় ছবি ‘ডানকি’র পালা। মুক্তির আগে এবারও বৈষ্ণদেবীতে শাহরুখ খান পুজো দিলেন।
ক্ষমা চাইলেন অমিতাভ
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনার জন্যই কি অমিতাভ বচ্চন ব্লগ লেখা বন্ধ করেছিলেন? অনেকের এই অনুমান যখন বিশ্বাসে পরিণত হতে চলেছিল, তখনই হাজির বিগ বি। ক্ষমা চেয়ে লিখলেন, “এতটাই ব্যস্ত থাকছি যে একটু লেখার সময় পাচ্ছি না। এটা আমায় বিরক্ত করছে। রাতে ৬-৭ ঘণ্টা ঘুম প্রয়োজন। তাই ক’টাদিন কিছু লিখে উঠতে পারিনি।”
সরব তৃপ্তি
ভিড়ের মাঝেও এক দৃষ্টিতে তিনি রণবীর কাপুরের দিকে তাকিয়ে। ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার কেন্দ্রে তৃপ্তি দিমরি। জল্পনা থামাতে অভিনেত্রী বললেন, “কেউ তোমার সামেন দাঁড়িয়ে কিছু বললে, মানুষ তাঁর দিকেই তাকিয়ে থাকবে, এখানে কোথাও ভুল নেই।”
শুভ জন্মদিন
৭৩ বছরে পা দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। থালাইভার জন্মদিনে শুভেচ্ছার বন্যা নেট দুনিয়ায়। তবে থাকল না কোনও বিশেষ প্ল্যান। প্রতিবারের মতো ভক্তদের সঙ্গে দেখা করা আর পরিবারের সঙ্গে সময় কাটিয়েই সেলিব্রেশনে ইতি অভিনেতার।
রণবীরের চেয়ে বেশি ধনী আলিয়াই
তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পত্তির মূল্য ৮৮৫ কোটি টাকা। বিয়ের সময় তা ছিল ৪৮৫ কোটি। ৭৯.২ শতাংশ টাকার সম্পত্তি বেড়েছে তাঁদের। কিন্তু দু’জনের মধ্যে আলিয়াই বেশি ধনী। ৫২০ কোটি টাকার সম্পত্তি আছে তাঁর।
মায়ের কাছে নতুন নাম ববির
‘অ্যানিম্যাল’ ছবিতে ভিলেন ছিলেন ববি দেওল। প্রকৃত পাশবিক ছিলেন তিনিই। তাই বাড়িতে নতুন নাম হয়েছে তাঁর। তাঁকে নতুন নাম দিয়েছেন মা প্রকাশ কৌর। ববিকে ‘অ্যানিম্যাল’ নামেই ডাকছেন তিনি।
‘সাইকো’ পরিচালক কে?
‘অ্যানিম্যাল’ ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তাঁকে ‘সাইকো’ কিংবা ‘মানসিক বিকারগ্রস্ত’ বলেছেন নেটিজ়েনদের একাংশ। কিন্তু কেন? পরিচালক বলেছিলেন, “কাউকে ভালবাসলে তাঁকে যদি থাপ্পড়ই না মারা যায়, তা হলে সেই সম্পর্কে প্রেম থাকে না।”
মন্টুর নাচ
১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাসের বিয়ে। বিয়ের আগে হয়ে গেল ব্যাচেলার্স পার্টি। তাতে মাথায় টোপর পরে ‘অ্যানিম্যাল’ ছবির ‘জামাল কুডু’ গানের সঙ্গে নেচেছেন সৌরভ এবং ভাইরাল হয়েছেন।