Australia vs South Africa: ম্যাচ তো নয় যেন রুদ্ধশ্বাস সিনেমা

Australia vs South Africa: ম্যাচ তো নয় যেন রুদ্ধশ্বাস সিনেমা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 07, 2023 | 6:47 PM

Cricket World Cup: ১৯৯৯ ওয়ান ডে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ। যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও পেছনে ফেলে দেবে সেই ম্যাচ। সেমিফাইনালে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার ছিল দুর্দান্ত পেস অ্যাটাক।

১৯৯৯ ওয়ান ডে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ। যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও পেছনে ফেলে দেবে সেই ম্যাচ। সেমিফাইনালে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার ছিল দুর্দান্ত পেস অ্যাটাক। শন পোলক থেকে শুরু করে অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার টিমে ছিল বিশ্ব বিখ্যাত ফিল্ডার জন্টি রোডস। টস জিতে হ্যান্সি ক্রোনিয়ে ফিল্ডিং নেন। ৬৮ রান করতে গিয়ে,৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৪৯.২ ওভারে অলআউট হয়ে অজিরা ২১৩ রান করে। অ্যালান ডোনাল্ড ৪টি উইকেট নেন। শন পোলক নেন ৫টি উইকেট। ৫৬ রান করেন অধিনায়ক স্টিভ ওয়া। মাইকেল বেভান ৬৫ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে আসেন গ্যারি কার্স্টেন ও হার্শেল গিবস। ওয়ার্ন ২ ওভারে তাঁদের প্যাভেলিয়নে ফেরান। তারপর ওয়ার্ন হ্যান্সি ক্রোনিয়কে আউট করেন। জ্যাক কালিসের উইকেটও নেন ওয়ার্ন। শেষ ওভারে অপেক্ষা করছিল চূড়ান্ত চিত্রনাট্য। জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৬ বলে ৯ রান। শেষ উইকেটে জুটি অ্যালান ডোনাল্ড ও ল্যান্স ক্লুজনার। ক্লুজনারের স্ট্রাইক রেট ছিল ১৯০। ড্যামিয়েন ফ্লেমিংয়ের প্রথম ২ বলে ২টি বাউন্ডারি মারেন। ৩ বলে কোনও রান হল না। ক্লুজনার ৪ র্থ বলে রানের জন্য কল করেন। ডোনাল্ড সেই কল শুনতে না পেয়ে রানআউট হন। রান রেটে এগিয়ে ছিল ফাইনালে পৌঁছায় অস্ট্রেলিয়া। সেই শেষবার বিশ্বকাপ ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।