Modi Trump Meeting: সেপ্টেম্বরে মোদী-ট্রাম্প বৈঠকের জল্পনা, কী নিয়ে হবে কথা?
ভারত-মার্কিন সম্পর্কে সাম্প্রতিক তিক্ততার মাঝেই কূটনৈতিক মহলে নতুন জল্পনা। সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনার কথা দাবি করছে কয়েকটি সংবাদমাধ্যম। যদিও সূত্রের দাবি, এখনও পর্যন্ত কোনও পর্যায়েই এই বৈঠক নিয়ে ইতিবাচক বার্তা মেলেনি। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনীতির […]
ভারত-মার্কিন সম্পর্কে সাম্প্রতিক তিক্ততার মাঝেই কূটনৈতিক মহলে নতুন জল্পনা। সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনার কথা দাবি করছে কয়েকটি সংবাদমাধ্যম। যদিও সূত্রের দাবি, এখনও পর্যন্ত কোনও পর্যায়েই এই বৈঠক নিয়ে ইতিবাচক বার্তা মেলেনি।
কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনীতির মতো কূটনীতিতেও ‘অসম্ভব’ বলে কিছু নেই। অতীতে আমেরিকা-রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সম্পর্কের উষ্ণতা তার প্রমাণ। ভারত-আমেরিকার মধ্যে তেমন কোনও সরাসরি স্বার্থের সংঘাতও হয়নি, তাই আলোচনার পথে বাধা নেই।
বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ১০টি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার আর্থিক পরিমাণ কয়েক লক্ষ ডলার। ভারত স্পষ্ট জানিয়েছে, শুল্ক বিরোধ থাকলেও প্রতিরক্ষা চুক্তিতে প্রভাব পড়বে না। তবে মার্কিন অস্ত্র প্রস্তুতকারকরা এখনও পুরোপুরি আশ্বস্ত নন এবং তাঁদের প্রভাব ট্রাম্প প্রশাসনে পড়তে পারে বলেই অনুমান।
এদিকে, পাকিস্তানকে নিয়ে আমেরিকার কৌশল নিয়েও উঠছে প্রশ্ন। ওসামা বিন লাদেনকে হত্যার সময় পাকিস্তানকে ‘অবিশ্বস্ত পার্টনার’ বলে উল্লেখ করেছিল ওবামা প্রশাসন। তবুও সাম্প্রতিক সময়ে ইসলামাবাদকে গুরুত্ব দেওয়া এবং একই সঙ্গে ভারতের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠক, দুইয়ের সমীকরণ এখনই স্পষ্ট নয়।

