Malda: ‘ওরা এসে গুলি ফায়ার করল, গালি দিচ্ছে…’, ত্রাসের জেলা মালদহ?
Malda: মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয়। আজহার আলির বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে। গতকাল রাতে একটি মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়।
মালদহ: কয়েক ঘণ্টার ব্যবধানে মালদহে ফের চলল গুলি। মঙ্গলবার সকালে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। আর রাতে এক পাপড় বিক্রেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত পাপড় বিক্রেতার নাম আজহার আলি। মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয়। আজহার আলির বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে। গতকাল রাতে একটি মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। মাথায় গুলি লাগে বছর পঞ্চান্নর ওই পাপড় বিক্রেতার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি আজহার আলিকে।
Latest Videos
