AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ফের মালদহ! নিখোঁজ তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

Malda TMC Murder: পুলিশের তরফেও খোঁজ শুরু হয়। মঙ্গলবার সকালে ইংলিশবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে ওবায়দুল্লাকে। তবে কেন এই খুন কে বা কারা করেছে, তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যরা।

Malda: ফের মালদহ! নিখোঁজ তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
নিহত তৃণমূল কর্মীর স্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2025 | 3:55 PM
Share

মালদহ:  মালদহে ফের খুন তৃণমূল কর্মী।  মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লা খান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার সকালে আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। জানা গিয়েছে, ওবায়দুল্লা পেশায় একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়।

পরিবারের দাবি, সোমবার বিকাল চারটা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর তিনি বাড়ি ফিরছিলেন না। তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর পরিবারের পক্ষ থেকে রাতেই একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়। পুলিশের তরফেও খোঁজ শুরু হয়। মঙ্গলবার সকালে ইংলিশবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে ওবায়দুল্লাকে। তবে কেন এই খুন কে বা কারা করেছে, তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যরা।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কোনও ব্যবসায়ীক কারণে খুন হতে থাকতে পারেন। তবে এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে যান বিধায়ক সাবিনা ইয়াসমিন। তিনি বললেন, “আমাদের কাছে খবর আছে মাথার পিছনে একটা গুরুতর আঘাত লাগে। সেটা কীসের আঘাত, সেটা দেখা হচ্ছে। অপরাধী অপরাধী, তার কোনও রাজনৈতিক রং হয় না।”

সম্প্রতি ইংরেজবাজারের মহদিপুরে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৃণমূল কর্মীকে তাড়া করে রাস্তায় নৃশংসভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ।